পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Avalanche in Uttarkashi: ভয়াবহ তুষারধসের কবলে প্রাণ হারালেন 10 পর্বতারোহী, এখনও আটকে 25 জন - উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধস

গাঢ়ওয়াল হিমালয়ের দ্রৌপদী কা ডান্ডা (Draupadi ka Danda) শিখরের অদূরে ওই তুষারধসে আটকে পড়েছিলেন 40 জন পর্বতারোহী ৷ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 10 জন, 8 জনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 4, 2022, 4:25 PM IST

Updated : Oct 4, 2022, 5:25 PM IST

উত্তরকাশী, 4 অক্টোবর: উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের (Uttarkashi Avalanche) কবলে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের পর্বতারোহীরা (Nehru Institute Of Mountaineering) । ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 10 জন, 8 জনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷

গাঢ়ওয়াল হিমালয়ের দ্রৌপদী কা ডান্ডা (Draupadi ka Danda) শিখরের অদূরে ওই তুষারধসে আটকে পড়েছিলেন 40 জন পর্বতারোহী ৷ দলে ছিলেন 33 জন প্রশিক্ষণার্থী এবং 7 জন প্রশিক্ষক ৷ ওই ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু করে সেনা, আইটিবিপি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)-এর উদ্ধারকারী দল (Mountaineers Stuck Due to avalanche) ।

নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এর অধ্যক্ষ অমিত বিষ্ট বলেন, "নিমের (Nehru Institute Of Mountaineering) 40 জন প্রশিক্ষণার্থীর একটি দল দ্রৌপদীর ডান্ডা-2তে গিয়েছিল । ঘটনাস্থলে নিমের কাছে দু'টি স্যাটেলাইট ফোন রয়েছে । উদ্ধার অভিযানে কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে ।"

আরও পড়ুন: "উত্তরাখণ্ডের পাশে দেশ!" প্রতিনিয়ত নজর মোদি-শাহের, শোকপ্রকাশ মমতার

ইতিমধ্যেই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাহায্য চেয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ টুইটারে তিনি লিখেছেন, "প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে আমরা উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সাহায্য নেওয়ার জন্য অনুরোধ করেছ ৷ তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন । উদ্ধার অভিযান চালানো হচ্ছে ।"

Last Updated : Oct 4, 2022, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details