পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Boat Capsizes in Yamuna: যমুনায় নৌকাডুবি! অন্তত 4 জনের মৃত্যুর আশঙ্কা, চলছে উদ্ধারকাজ - Boat capsizes in Yamuna near Banda

30-35জন যাত্রী নিয়ে যমুনায় ডুবে গেল নৌকা ৷ কয়েকজন সাঁতরে পাড়ে ফেরায় প্রাণে বেঁচে গিয়েছেন ৷ যদিও ইতিমধ্যেই মারা গিয়েছেন চারজন (Yamuna Boat Capsize) ৷

Boat Capsizes
Boat Capsizes

By

Published : Aug 11, 2022, 5:52 PM IST

Updated : Aug 11, 2022, 9:06 PM IST

বান্দা (উত্তরপ্রদেশ), 11 অগস্ট: একাধিক যাত্রী-সহ যমুনায় ডুবে গেল নৌকা ৷ দুর্ঘটনাগ্রস্ত নৌকায় সওয়ার 4 জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তড়িঘড়ি নদীতে নেমে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ টিম ৷ মাঝ নদীতে নৌকো উল্টে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা (Boat capsizes in Yamuna near Banda)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্দা জেলার মার্কা এলাকায় নৌকাডুবি হয়েছে ৷ অন্তত চারজন ডুবে গিয়েছে, আরও কয়েকজন নিখোঁজ হয়েছে । নৌকাটি মার্কা থেকে ফতেপুর জেলার জারাউলি ঘাটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে । পুলিশ সুপার অভিনন্দন জানিয়েছেন, নৌকাটিতে 30-35 জন সওয়ার ছিলেন ।

আরও পড়ুন : ইটিভি ভারতের খবরের জের ! মহানন্দায় দুর্ঘটনা এড়াতে মাঝিদের সঙ্গে বৈঠক পুলিশের

বান্দা থানার পুলিশ জানিয়েছে, মাঝিকে আটক করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে । এখনও পর্যন্ত, প্রায় 20 জনকে উদ্ধার করা হয়েছে ৷ 14-15 জন এখনও নিখোঁজ ।

Last Updated : Aug 11, 2022, 9:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details