শ্রীনগর, 25 ডিসেম্বর : জম্মু-কাশ্মীরের ত্রালে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত 2 জঙ্গি ৷ (2militants has been killed by security forces in Soauth Kashmir)
জানা গিয়েছে, শনিবার দক্ষিণ কাশ্মীরের অবন্তিপুরার ত্রালে যখন তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী, সেসময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী ৷ শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই ৷ আধাসেনার গুলিতে 2 জঙ্গির মৃত্যু হয় ৷