পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Meitei Families Sheltered in Assam: মিজোরাম ছেড়ে অসমে আশ্রয় বেশ কিছু মেইটেই পরিবারের - take shelter in Assam

Forty-One Meitei People Reached Assam: মণিপুরের ঘটনার পর মেইটেই সম্প্রদায়ের মানুষজনের রাজ্য ছাড়ার হিড়িক মিজোরামে ৷ শিশু-সহ 41 জন মেইটেইকে আশ্রয় দিল অসম সরকার ৷

Meitei families
নিজেদের রক্ষার দাবিতে সরব মেইটেই সম্প্রদায়

By

Published : Jul 24, 2023, 3:45 PM IST

Updated : Jul 24, 2023, 5:29 PM IST

কাছাড়, 24 জুলাই:মণিপুরের ঘটনার পর প্রাণের ভয়ে রাজ্য ছাড়ছেন মিজোরামের মেইটেই সম্প্রদায়ের মানুষজন । তাঁরা পাড়ি দিচ্ছেন অসমে ৷ শনিবার রাতে শিশু-সহ 41 জন মেইটেই সম্প্রদায় মিজোরাম থেকে পৌঁছেছেন অসমে ৷ কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তা এমনটাই জানিয়েছেন ৷ তিনি বলেন, "অসমের কাছাড় জেলায় 41 জন মেইটেই সম্প্রদায়ের মানুষ আশ্রয় নিয়েছে । শনিবার রাতে তাঁরা প্রতিবেশী মিজোরাম থেকে শিলচরে পৌঁছেছে এবং তাঁদের বিন্নাকান্দি এলাকার লখিপুর উন্নয়ন ব্লকের ভবনে রাখা হয়েছে। "

তিনি জানান, এঁরা সবাই সচ্ছল পরিবারের এবং তাঁরা তাদের নিজস্ব গাড়ি করে অসমে আসেন । কেউ কেউ কলেজের অধ্যাপক, কেউ কেউ উচ্চপদস্থ সরকারি আধিকারিক হিসাবে কাজ করেন । এই মেইটেই সম্প্রদায়ের মানুষজনের কথায়, এখন পর্যন্ত মিজোরামে তাঁদের উপর কোনওরকম হামলা হয়নি ৷ মিজোরাম সরকার তাঁদের সমস্ত নিরাপত্তা দিয়েছে ৷ কিন্তু তারা নিজেরাই কোনও ঝুঁকি নিতে চাননি ৷ তাই নিজেদের নিরাপত্তার কথা ভেবে অসমে এসেছেন ৷ মেইটেই সম্প্রদায়ের মানুষজন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত তাঁরা অসমেই থাকবেন ৷ এমনটাই এসপি বলেছেন ৷ তিনি জানিয়েছেন, অসম পুলিশ তাঁদের নিরাপত্তা দিচ্ছে ।

আরও পড়ুন:মণিপুরের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

প্রসঙ্গত, মেইটেই ও কুকি জনজাতির সংঘর্ষের জেরে অশান্ত মণিপুর ৷ সম্প্রতি মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে প্যারেড করানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ সেই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে ৷ তবে এই ঘটনার পরে একটি প্রাক্তন জঙ্গি গোষ্ঠী মেইটেই সম্প্রদায়ের মানুষজনকে মিজোরাম ছেড়ে অন্য রাজ্যে যাওয়ার অনুরোধ করে ৷ মিজোরামে বসবাসকারী মেইটেই সম্প্রদায়ের এরপর থেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে । তারপরেই 40 জন মেইটেই সম্প্রদায়ের মানুষ মিজোরাম থেকে অসমে চলে আসেন বলে খবর ৷ তবে শনিবার মিজোরাম সরকার নিরাপত্তার বিষয়ে রাজ্যে বসবাসকারী মেইটেই সম্প্রদায়কে আশ্বস্ত করেছে ৷ সরকারের তরফে গুজবে কান না দিতে বলা হয়েছে ।

Last Updated : Jul 24, 2023, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details