পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tragic Road Accident: বোলেরো-ট্রাকের সংঘর্ষ, বিয়েবাড়ির পথে দুর্ঘটনায় 11 জনের মৃত্যু - দুর্ঘটনায় ছত্তিশগড়ে 11জনের মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃতরা একই পরিবারের ৷ মৃতদের মধ্যে পুরুষ, মহিলা-সহ শিশুরাও রয়েছেন ৷ জানা গিয়েছে তাঁরা সকলেই একটি বোলেরো গাড়ি করে বিয়েবাড়ি যাচ্ছিলেন ৷ সেইসময়ই একটি দ্রুতগামী ট্রাক বোলেরো গাড়িটিকে সামনে থেকে ধাক্কা মারে ৷ দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছেন 10 জন ও পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : May 4, 2023, 8:21 AM IST

Updated : May 4, 2023, 1:46 PM IST

রায়পুর, 4 মে: বুধবার রাতে ছত্তিশগড়ের বালোদ জেলার জাগাত্রার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের 11 জনের ৷ জানা গিয়েছে, ওই পরিবারের সকলে মিলে একটি বোলেরো গাড়িতে কাঙ্কেরের মারকাটোলা গ্রামে বিয়েবাড়ি যাচ্ছিলেন ৷ সেইসময়ই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা! সামনে থেকে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বোলেরো গাড়িটির সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান 10 জন ও পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত 9টা থেকে সাড়ে ন'টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত সাহু পরিবারের সদস্যরা ধামতরি জেলার রুদ্রি থানার অন্তর্গত সোরেম গ্রামের বাসিন্দা ৷ স্থানীয়রাই পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ দুর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাকচালক পলাতক ৷ স্থানীয় গুরুর থানার আইসি অরুণ সাহু জানিয়েছেন, বোলেরো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই 10 জন মারা যান ৷ তাঁদের মধ্যে পুরুষ, মহিলা ও শিশু ছিলেন ৷ গুরুতর আহত অবস্থায় এক কিশোরীকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাকে রায়পুরে রেফার করা হলেও সেখানেই মারা যায় সে ৷ ঘাতক ট্রাকচালকের বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের হয়েছে মামলা ৷ তদন্ত জারি রয়েছে ৷

জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন 4 জন পুরুষ ৷ পাশাপাশি 5 জন মহিলা ও শিশু-সহ 2 জনের মৃত্যু হয়েছে জাগাত্রার এই ভয়াবহ পথ দুর্ঘটনায় ৷ মৃতরা হলেন কেশব সাহু (34), ডোমেশ ধ্রুব (19), শৈলেন্দ্র সাহু (22), ধর্মরাজ সাহু (55), টমিন সাহু (33), সন্ধ্যা সাহু (24), রমা সাহু (20), লক্ষ্মী সাহু (45), ঊষা সাহু (52), যোগাংশ সাহু (3) ও দেড় বছরের ঈশান সাহু ৷ দুর্ঘটনায় সেরাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইটে শোকপ্রকাশ করেছেন ৷ দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা করছেন তিনি ৷ সেইসঙ্গে তিনি মৃতদের চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ৷

আরও পড়ুন:পথ দুর্ঘটনায় মৃত মহিলাকে দেখতে গিয়ে মোটরবাইকের ধাক্কায় জখম পরিবারের সদস্যরা

Last Updated : May 4, 2023, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details