রায়পুর, 4 মে: বুধবার রাতে ছত্তিশগড়ের বালোদ জেলার জাগাত্রার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের 11 জনের ৷ জানা গিয়েছে, ওই পরিবারের সকলে মিলে একটি বোলেরো গাড়িতে কাঙ্কেরের মারকাটোলা গ্রামে বিয়েবাড়ি যাচ্ছিলেন ৷ সেইসময়ই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা! সামনে থেকে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বোলেরো গাড়িটির সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান 10 জন ও পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে ৷
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত 9টা থেকে সাড়ে ন'টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত সাহু পরিবারের সদস্যরা ধামতরি জেলার রুদ্রি থানার অন্তর্গত সোরেম গ্রামের বাসিন্দা ৷ স্থানীয়রাই পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ দুর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাকচালক পলাতক ৷ স্থানীয় গুরুর থানার আইসি অরুণ সাহু জানিয়েছেন, বোলেরো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই 10 জন মারা যান ৷ তাঁদের মধ্যে পুরুষ, মহিলা ও শিশু ছিলেন ৷ গুরুতর আহত অবস্থায় এক কিশোরীকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাকে রায়পুরে রেফার করা হলেও সেখানেই মারা যায় সে ৷ ঘাতক ট্রাকচালকের বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের হয়েছে মামলা ৷ তদন্ত জারি রয়েছে ৷