নয়াদিল্লি/গাজিয়াবাদ, 11 জুলাই:উত্তরপ্রদেশে গাড়ির সঙ্গে স্কুল বাসের সংঘর্ষে মহিলা-সহ 6 জনের মৃত্যু হয়েছে ৷ কমপক্ষে দু'জন আহত হয়েছেন বলে খবর ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে গাজিয়াবাদে দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে ৷ সেখানে মাঝ রাস্তায় উলটো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ির সঙ্গে স্কুল বাসের সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদেহ গুলিকে উদ্ধার করেছে পুলিশ ৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য ৷
অতিরিক্ত অ্যাডিশনাল পুলিশ কমিশনার (ট্রাফিক) জানিয়েছেন, রাহুল বিহারের কাছে সকাল 6টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ সে সময় ওই স্কুল বাসে কোনও পড়ুয়া ছিল না । স্কুল বাসটি ভুল দিক থেকে আসছিল । ওই পুলিশ আধিকারিক বলেন, "গাজিপুরের কাছে দিল্লি থেকে সিএনজি ভরতি করে একটি বাস আসছিল ৷ ওই বাসের চালক ভুল দিক থেকে আসছিলেন । ওপর দিক থেকে আসা গাড়িতে গিয়ে ধাক্কা মারে ৷ ওই চারচাকা গাড়িটি মেরঠ থেকে আসছিল এবং গুরুগ্রামের দিকে যাচ্ছিল ৷"