মুম্বই, 19 জানুয়ারি: বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের রায়গড় জেলার মুম্বই-গোয়া হাইওয়ে বড়সড় দুর্ঘটনা (Mumbai Goa highway in Maharashtra) ৷ ট্রাক এসে সজরে ধাক্কা মারে ভ্যানে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ন'জনের (Several killed in road accident) ৷ এই মর্মান্তিক ঘটনায় প্রাণ গিয়েছে একটি শিশুর । মুম্বই থেকে 130 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত রায়গড়ের রেপোলি গ্রামে (Repoli village) ভোর 4.45 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ।
পুলিশ সুপার সোমনাথ ঘর্গে জানিয়েছেন, ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ন'জন-সহ বাকি সমস্ত আত্মীয়রা ওই ভ্যানে করে রত্নাগিরি জেলার গুহাগড়ে যাচ্ছিলেন । সেসময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ ট্রাকটি মুম্বইয়ের দিকে যাচ্ছিল । ন'জন নিহত হয়েছে । নিহতদের মধ্যে একটি শিশু, তিনজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে বলে তিনি জানান । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ৷ দুর্ঘটনায় আহত হয়েছে চার বছর বয়সি একটি শিশু ৷ তাকে মানগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (hospital in Mangaon) ৷ এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে । ন'জনের দেহগুলি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে । ঘটনার তদন্ত করছে পুলিশ ৷