ভরতপুর, 13 সেপ্টেম্বর: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 11 জনের ৷ আহত হয়েছেন কমপক্ষে 12 জন ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে ৷ বুধবার জয়পুর-আগরা জাতীয় সড়কে ট্রাক ও বাসের সংঘর্ষ হয় ৷ সূত্রের খবর, 21 নম্বর জাতীয় সড়কের একটি উড়ালপুলে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনায শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন ৷ জখম ব্যক্তিদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷ গুজরাত সরকারও মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাত থেকে উত্তরপ্রদেশের মথুরায় যাচ্ছিল ওই বাসটি ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় সেটি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল ৷ সেই সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক ওই বাসটিকে পিছন থেকে ধাক্কা মারে ৷ এর জেরে প্রাণ হারিয়েছেন 6 জন মহিলা এবং 5 জন পুরুষ যাত্রী ৷ গুজরাতের ভাবনগর থেকে উত্তরপ্রদেশের মথুরাগামী ওই বাসটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷
তাই জাতীয় সড়কের ধারে বাসটির মেরামতির কাজ চলছিল ৷ ঠিক সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ভরতপুরের এসপি মৃদুল কাচাওয়া বলেন, "ওই দুর্ঘটনার সময় বাসের কয়েকজন যাত্রী বাস থেকে নেমে বাইরে দাঁড়িয়েছিলেন ৷ ট্রাক এসে সরাসরি তাঁদের ধাক্কা মারে। তার জেরেই দুর্ঘটনা। ঘটনায় আহতদের ভরতপুর জেলায় আরবিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মৃতদেহ দেহগুলি মর্গে রাখা হয়েছে ৷"