দারসি (অন্ধ্রপ্রদেশ), 11 জুলাই: অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ বিয়ে বাড়ির বাস খালে উলটে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে ৷ তাদের মধ্যে রয়েছে একটি সাত বছরের শিশুও ৷ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 12 জন ৷ সোমবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের প্রকাশম জেলায় । দারসি শহরের কাছে বাসটি উলটে খালে পড়ে গিয়েছে বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়ে ছিলেন । তার ফলেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ৷ পোডিলি থেকে বাসটি যাত্রা শুরু করেছিল ৷ সেখানে নেমে এসেছে শোকের ছায়া।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসে 35 থেকে 40 জন যাত্রী ছিলেন । দুর্ঘটনার পর পথচারীরা পুলিশকে খবর দেন । পাশাপাশি তাঁরা নিজেরাই উদ্ধারের কাজ শুরু করেন । পরে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয় । আহতদের সকলকে আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য জেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে । সূত্রের খবর, কাকিনাডায় ওই বাসটি যাচ্ছিল ৷ সেটি অন্ধ্রপ্রদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস ৷ সেটিকে ভাড়া করা হয় বিয়ে বাড়ির জন্য । বাসটি বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল তখনই এই দুর্ঘটনা ঘটে ।