পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Firing at Bihar: বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, কাটিহারে পুলিশের গুলিতে মৃত 3 - বিহারে মৃত 3

বিহারের কাটিহারে বিদ্যুতের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ পুলিশের গুলিতে 3 জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর মিলেছে ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By

Published : Jul 26, 2023, 4:11 PM IST

Updated : Jul 26, 2023, 6:38 PM IST

বিদ্যুতের দাবিতে বিক্ষোভ কাটিহারে, পুলিশের গুলিতে মৃত 3

কাটিহার, 26 জুলাই: বিদ্যুতের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল কাটিহার ৷ বুধবার এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের ৷ অভিযোগ, বিক্ষোভ থামাতে পুলিশ গুলি চালালে মৃত্যু হয় 3 জনের ৷ মৃতদের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন, 2 জনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৷ এমনটাই দাবি বিক্ষোভকারী ও স্থানীয় গ্রামবাসীদের ৷ মৃতরা হলেন বাসল গ্রামের বাসিন্দা খুর্দিশ আলম (34), চাপাখোড় পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিয়াজ আলম (32) ৷ মৃত আরেকজনের নাম এখনও জানা যায়নি ৷ পুলিশ ও সরকারি কর্মী মিলে 12 জন আহত হয়েছে বিক্ষোভকারীদের হামলায়, এমনটাই দাবি বিহার পুলিশের ৷

জানা গিয়েছে, এদিন কাটিহারের বারসৌইতে বিদ্যুৎ পরিষেবার দাবিতে এসডিও অফিসের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা ৷ পুলিশ সেই বিক্ষোভ সরাতে এলে প্রথমে বচসা ও পরে তা থেকে উত্তেজনা তৈরি হয় ৷ বিক্ষোভকারীদের সঙ্গে এরপর পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে 3 জনের মৃত্যু হয় ৷

আরও পড়ুন: নির্যাতিতা নাবালিকার মৃত্যু ঘিরে উত্তপ্ত কোচবিহার, তুঙ্গে রাজনৈতিক তরজা

কাটিহারের পুলিশ সুপার জানিয়েছেন, বিক্ষোভকারীরা এদিন বিদ্যুৎ দফতরেও ভাঙচুর চালায়, পুলিশকে লক্ষ্য করেও পাথরও ছোড়া হয় ৷ পালটা বিক্ষোভকারীরা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে অনেকেই আহত হয়েছেন ৷ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন বিক্ষোভকারীরা, এই দৃশ্য ভিডিয়োতেও ধরা পড়েছে ৷

আরও পড়ুন: সোশাল মিডিয়ায় রিল পোস্ট নিয়ে ঝামেলা, দিদিকে খুন কিশোরের !

বিক্ষোভকারী গ্রামবাসীরা জানিয়েছেন, এদিন দুপুর 3 নাগাদ তাঁরা এলাকায় উন্নত বিদ্যুৎ পরিষেবার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ কিন্তু পুলিশ এসে শান্তিপূর্ণ বিক্ষোভের উপর গুলি চালাতে শুরু করে ৷ গ্রামবাসীদের দাবি পুলিশের গুলিতে মোট 5 জন আহত হন ৷ তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয় ৷ গ্রামবাসীদের দাবি, এলাকায় সকাল 5টা থেকে বেলা 11টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, এর প্রতিবাদেই তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন ৷ তবে, বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, লাইন মেরামতির কারণে ওই এলাকায় পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷

Last Updated : Jul 26, 2023, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details