কাটিহার, 26 জুলাই: বিদ্যুতের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল কাটিহার ৷ বুধবার এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের ৷ অভিযোগ, বিক্ষোভ থামাতে পুলিশ গুলি চালালে মৃত্যু হয় 3 জনের ৷ মৃতদের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন, 2 জনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৷ এমনটাই দাবি বিক্ষোভকারী ও স্থানীয় গ্রামবাসীদের ৷ মৃতরা হলেন বাসল গ্রামের বাসিন্দা খুর্দিশ আলম (34), চাপাখোড় পঞ্চায়েত এলাকার বাসিন্দা নিয়াজ আলম (32) ৷ মৃত আরেকজনের নাম এখনও জানা যায়নি ৷ পুলিশ ও সরকারি কর্মী মিলে 12 জন আহত হয়েছে বিক্ষোভকারীদের হামলায়, এমনটাই দাবি বিহার পুলিশের ৷
জানা গিয়েছে, এদিন কাটিহারের বারসৌইতে বিদ্যুৎ পরিষেবার দাবিতে এসডিও অফিসের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা ৷ পুলিশ সেই বিক্ষোভ সরাতে এলে প্রথমে বচসা ও পরে তা থেকে উত্তেজনা তৈরি হয় ৷ বিক্ষোভকারীদের সঙ্গে এরপর পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে 3 জনের মৃত্যু হয় ৷
আরও পড়ুন: নির্যাতিতা নাবালিকার মৃত্যু ঘিরে উত্তপ্ত কোচবিহার, তুঙ্গে রাজনৈতিক তরজা