পালনাডু (অন্ধ্রপ্রদেশ), 17 মে:মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 জনের ৷ বুধবার সকালে পালনাডু জেলার দাচেপল্লি মন্ডলে একটি অটোকে ধাক্কা দেয় একটি পণ্যবাহী লরি ৷ ঘটনাস্থলেই অটোর পাঁচ সওয়ারির মৃত্যু হয় ৷ গুরুতর আহত হয়েছে আরও 9 যাত্রী ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অটোর আরও এক যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষণা করে ৷ অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলারই বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি ৷
জানা গিয়েছে, দাচেপল্লি মন্ডলের পন্ডুগুলায় শ্রমিকদের নিয়ে যাচ্ছিল অটোটি ৷ রাস্তায় লরির সঙ্গে সংঘর্ষ হয় অটোর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, লরিটি এতটাই দ্রুত গতিতে ছিল দুর্ঘটনার অভিঘাতে অটোটি কার্যত দুমড়ে মুচড়ে যায় ৷ দুর্ঘটনায় জড়িত লরিটির সন্ধান পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ ৷ গোটা ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ৷
অন্যদিকে, দুর্ঘনায় আহতদের পালনাডু জেলার গুরাজালা সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলেই পাঁচজন যাত্রীর মৃত্যু হয়, বাকি একজনকে চিকিৎসার জন্য মিরিয়ালাগুদা (তেলেঙ্গানা) সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকেও মৃত বলে জানান চিকিৎসকরা ৷ দুর্ঘটনার সময় প্রায় 23 জন শ্রমিক অটোতে ছিলেন বলে জানা গিয়েছে ৷ এরা সকলেই তেলেঙ্গানার নালগোন্ডা জেলার দামরাচের্লা মন্ডলের নরসাপুরমের বাসিন্দা বলেও জানিয়েছে পুলিশ ৷