জম্মু ও কাশ্মীর, 11 অক্টোবর : সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানোর সময় পাঁচজন সৈনিক শহিদ হলেন ৷ তাঁদের মধ্যে একজন সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার বা জেসিও (JCO) ৷ সোমবার ঘটনাটি ঘটেছে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরের পিরপঞ্জাল রেঞ্জে ৷ যদিও সেনাবাহিনীর তরফে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷ তবে সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷
সোমবার সকালের দিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের একদফা গুলির লড়াই চলে ৷ সেটা পুঞ্চ জেলায় ঘটেছে ৷ সেখানকার দেরা কি গলি নামে একটি গ্রামে তল্লাশি অভিযান চলছে ৷ সেখানে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর এসেছে সেনার কাছে ৷
আরও পড়ুন :Ladakh talks : মাঝপথে বৈঠক ভেস্তে যাওয়ায় ভারতের বিরুদ্ধে তোপ চিনের