আমেদাবাদ, 11 অগস্ট:সড়ক দুর্ঘটনায় মৃত 10 ৷ মৃতদের মধ্যে 5 জন মহিলা, 3 শিশু ও 2 জন পুরুষ ৷ মৃতরা সকলে একই পরিবারের ৷ বৃহস্পতিবার রাতে আমেদাবাদের বাভলা-বোগোদরাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ একটি ছোটো ট্রাক সামনে থাকা একটি বড় ট্রাককে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় 10 জনের ৷ এক জনে গুরুতর আহত অবস্থায় 5 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷
পথ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ ৷ আমেদাবাদের এসপি অমিত কুমার ভাসাভা ইটিভি-ভারতকে ফোনে জানান, বৃহস্পতিবার রাত 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ একটি ছোটো ট্রাকে করে একই পরিবারের 15 জন সদস্য চটিলা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন ৷ বাভলা-বোগোদরা এলাকায় দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল পুণ্যার্থীদের ট্রাকটি ৷ সেই সময়ে নিয়মন্ত্রণ হারিয়ে সামনে দাঁডিয়ে থাকা একটি বড় ট্রাকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় 10 জনের ৷ গুরুতর জখম হন 5 জন ৷ পুলিশ এসে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ৷ বাগোদরা হাসপাতালে চিকিৎসাধীন তারা ৷ পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ তদন্তের পরই দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ পাশাপাশি দুর্ঘটনায় কারণ জানতে তদন্ত শুরু করেছে ৷