সম্ভল (উত্তর প্রদেশ), 17 মার্চ: আলুর কোল্ড স্টোরেজের ছাদ ভেঙে 8 জনের মৃত্যু হয়েছে ৷ এখনও পর্যন্ত 11 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল এলাকার ছন্দৌসিতে ৷ জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্য চালাচ্ছে ৷ মোরাদাবাদের ডিআইজি শালাভ মাথুর জানিয়েছেন, এই দুর্ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে 11টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে (8 killed as cold storage roof collapsed in Uttar Pradesh) ৷ ধীরে ধীরে মৃতের সংখ্যা বাড়তে থাকে ।
তিনি বলেন, "মোট 8 জন মারা গিয়েছেন ৷ ধ্বংসস্তূপ থেকে 11 জনকে বের করে আনা গিয়েছে ৷ ভবনের নীচে একটা বেসমেন্ট আছে এবং আমরা সেখানে পৌঁছনোর চেষ্টা করছি ৷" সম্ভলের ডিএম মণীশ বনসল জানিয়েছেন, আধিকারিকরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন ৷ এ প্রসঙ্গে জেলাশাসক বলেন, "ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে থাকা মানুষদের বের করে আনতে অভিযান চালাচ্ছে এনডিআরএফ ৷ এই কাজে তাদের সাহায্য করছে কয়েকটি কুকুর ৷ আমরা সকালের আরও লোক নিযুক্ত করব৷ এনডিআরএফ এবং এসডিআরএফ-এর আরও দল আসছে ৷"