ভোপাল, 9 মে: ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে 22 জনের মৃত্যু হয়েছে ৷ জখম প্রায় 25 জন ৷ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের খারগোন জেলার উন থানা এলাকায় ৷ ঘটনাস্থলটি দশঙ্গা গ্রামের কাছে দোরগারগাঁও সেতু ৷ এদিন সকাল 8টা 40 মিনিটে একটি যাত্রীবোঝাই বাস সেতু থেকে 20 ফুট নীচে খাদের মধ্যে পড়ে যায় ৷ এখান দিয়ে বোরাদ নদী বয়ে গিয়েছে ৷ কিন্তু এখন জায়গাটি শুকিয়ে গিয়েছে ৷ উদ্ধারকার্য শুরু হয়েছে বলে জানা গিয়েছে ৷ সরকার ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন ৷
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সাংবাদিকদের জানিয়েছেন, 22 জন প্রাণ হারিয়েছেন ৷ প্রায় 25 জন জখম হয়েছেন ৷ আহতদের খারগোন জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ খারগোনের পুলিশ আধিকারিক ধরম বীর সিং জানিয়েছেন, আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন খারগোনের কালেক্টর শিবরাজ সিং বার্মা এবং খারগোনের বিধায়ক রবি জোশী ৷
রাজ্য সরকার ইতিমধ্যে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এই বাস দুর্ঘটনায় মৃতের পরিবারপিছু 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ গুরুতর জখম ব্যক্তিদের 50 হাজার টাকা এবং আহত ব্যক্তিদের 25 হাজার টাকা করে দেবে মধ্যপ্রদেশ সরকার ৷
এর আগে শনিবার, 6 মে গভীর রাতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মাধৌগড় কোতোয়ালি এলাকায় ভিন্দ-ওরাই জাতীয় সড়কে ৷ সেদিন রাতে একটি বরযাত্রীর বাস বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল ৷ বাসটিতে প্রায় 40 জন ছিলেন ৷ রাতে আসার সময় স্বাভাবিকভাবে বরযাত্রীরা ঘুমিয়ে পড়েছিলেন ৷ শনিবার রাতে জাতীয় সড়কে গোপালপুরার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি গাছে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 জনের ৷ সূত্রে জানা গিয়েছে, গোপালপুরা ব্রিজের কাছে বাসটির সামনে আরেকটি গাড়ি চলে আসে ৷ আর তাতেই বিপত্তি ৷ উলটো দিক থেকে আসা গাড়িটিকে এড়িয়ে যেতে গিয়ে বাসটি ভারসাম্য রক্ষা করতে পারেনি ৷ আর তারপরই গাছে ধাক্কা খায় যাত্রীবোঝাই বাড়ি ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় গাড়ির ছাদের অংশটিই উড়ে গিয়েছে ৷
আরও পড়ুন:মোরাদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 9 জনের মৃত্যু, আহত একাধিক