জম্মু, 30 মে: বাস দুর্ঘটনায় কমপক্ষে 10 জনের মৃত্যু হল ৷ আহত কমপক্ষে 20 জম্মুতে একটি বাস সেতু থেকে নীচে গর্তের মধ্যে পড়ে যায় । বাসটি কাটরা যাচ্ছিল ৷ কোটলি এলাকায় বাস দুর্ঘটনাটি ঘটে ৷ কাটরা থেকে এই দুর্ঘটনাস্থলের দূরত্ব 15 কিমি ৷ সরকারি সূত্র অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে ৷ অনেকেই গুরুতর জখম হয়েছে ৷
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বাসে দর্শনার্থীরা ছিলেন ৷ তাঁরা মাতা বৈষ্ণো দেবীর মন্দির দর্শনে যাচ্ছিলেন ৷ ত্রিকুটা পাহাড়ে অবস্থিত এই মন্দিরের বেস ক্যাম্প হল কাটরা ৷ বাসটি কাটরার উদ্দেশ্যে দর্শনার্থীদের নিয়ে রওনা দেয় ৷ জম্মুতে ঢোকার আগে আরও বেশ কয়েকটি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে বাসটি৷ অমৃতসর থেকে দর্শনার্থীদের নিয়ে যাত্রা শুরু করে এটি বিহার, উত্তরপ্রদেশের মধ্য দিয়ে যায়৷ মনে করা হচ্ছে, সেখানেও বেশ কিছু মন্দির দর্শন করেছিলেন পুণ্যার্থীরা৷ তারপর জম্মুতে প্রবেশ করে ওই বাস ৷
একটি সংবাদসংস্থায় জম্মুর উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহতদের মধ্যে 20 জন জখম হয়েছেন৷ উদ্ধারকার্য শুরু হয়েছে৷ স্থানীয়রা প্রথমে দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকার্য শুরু করে৷ এরপর পুলিশে খবর দিলে তারাও সেখানে পৌঁছয়৷ আহতদের জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷