গুনা (মধ্যপ্রদেশ), 28 ডিসেম্বর: ডাম্পারের সঙ্গে সংঘর্ষের জেরে বাসে আগুন ৷ পুড়ে মৃত্যু হল কমপক্ষে 12 জনের ৷ আহত হয়েছেন 14 জন ৷ বুধবার রাতে গুনা-আরন রুটে এই দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পুলিশ ৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
এই ঘটনায় গুনার পুলিশ সুপার বিজয় কুমার খত্রী বলেন, "বুধবার রাত 9টা নাগাদ গুনা থেকে আরনের দিকে 30 জন যাত্রী নিয়ে যাচ্ছিল একটি বেসরকারি বাস ৷ সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির । তার জেরে সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায় । দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে ৷ কিছু লোক পালাতে সক্ষম হলেও আগুনে পুড়ে 12 জনের প্রাণ যায়। এই দুর্ঘটনায় আরও 14 জন আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য গুনা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছ । নিহতদের পরিচয় এখনও নিশ্চিতভাবে জানা যায়নি । আগুন লাগার কারণ জানতে বিস্তারিত পরীক্ষা শুরু হয়েছে ৷"
এই বিষয়ে গুনা জেলার কালেক্টর তরুণ রথী বলেন, "বর্তমানে জেলা হাসপাতালে প্রায় 14 জন চিকিৎসাধীন রয়েছে ৷ তাঁরা এখন আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় কমপক্ষে 12 জন প্রাণ হারিয়েছেন । আগুনে মৃতদেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে তাঁদের চেনাই যাচ্ছে না । ঘটনার সময় বাসে প্রায় 30 জন যাত্রী ছিলেন । তাদের মধ্যে চারজন অক্ষত অবস্থায় বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন ৷" দুর্ঘটনায় 12 জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মোহন যাদব ৷ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি নিহতদের স্বজনদের প্রত্যেককে 4 লাখ এবং আহতদের জন্য 50 হাজার টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি ।