পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Road Accident in Uttar Pradesh: গরুকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, মৃত দুই শিশু-সহ 6 - গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

Six killed in Uttar Pradesh Road Accident: উত্তরপ্রদেশে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু হল ছ'জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু ৷ গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক ৷

Road Accident in Uttar Pradesh
উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

By

Published : Aug 6, 2023, 12:26 PM IST

শ্রাবস্তী (উত্তরপ্রদেশ), 6 অগস্ট:উত্তরপ্রদেশে গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি ৷ এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশু-সহ কমপক্ষে ছ'জনের ৷ ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে শ্রাবস্তি জেলার ইকোনা এলাকায় ৷ আহত হয়েছেন গাড়ির চালক ৷ আশংকাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷

ইকোনা থানার ইনচার্জ মহিমা নাথ উপাধ্যায় জানান, গাড়ির যাত্রীরা বলরামপুর থেকে নেপাল রাজ্যের নেপালগঞ্জ এলাকায় যাচ্ছিলেন । সেসময় হঠাৎ তাঁদের গাড়ির সামনে গরু চলে আসে ৷ চালক গরুটিকে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ যার ফলে গাড়িটি গিয়ে সোজা বাহরাইচ বলরামপুর জাতীয় সড়কের ধারে একটি খাদে পড়ে যায় । এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছ'জনের মৃত্যু হয়েছে ৷ গাড়ির চালক আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে ।

জানা গিয়েছে, এই দুর্ঘটনায় 18 বছর বয়সি নীতি ও 30 বছর বয়সি নীলাংসের মৃত্যু হয়েছে ৷ তাঁরা নেপালের বাসিন্দা ৷ প্রাণ হারিয়েছেন বৈভব গুপ্ত নামে একজন । তিনি নেপালগঞ্জ এলাকার বাসিন্দা ৷ অপর নিহতদের পরিচয় এখনও জানা যায়নি । পুলিশ আধিকারিক জানান, গাড়ির চালকের অবস্থা আশংকাজনক । অন্য এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলেন, "আমরা ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) নির্দিষ্ট ধারায় একটি মামলা নথিভুক্ত করেছি এবং মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি । ময়নাতদন্তের পর মৃতদের পরিবারের কাছে মৃতদেহগুলি হস্তান্তর করা হবে ৷" এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারগুলিতে ৷

আরও পড়ুন:দুর্ঘটনার কবলে অমরনাথ তীর্থযাত্রীদের বাস, অন্তত 6 জনের মৃত্যু

প্রসঙ্গত, এর আগে শুক্রবার উত্তরপ্রদেশের হাতরাসের সাহাপাউ কোতোয়ালি এলাকায় সাদাবাদ রোডে একটি ডাম্পারের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল ৷ সেই ঘটনায় পাঁচজন নিহত হয়েছিলেন এবং কমপক্ষে 16 জন আহত হন । তারপর শনিবার ফের রাজ্যে দুর্ঘটনা ৷ যাতে প্রাণ গেল এতগুলি মানুষের ৷

ABOUT THE AUTHOR

...view details