বুলদানা(মহারাষ্ট্র), 29 জুলাই:মহারাষ্ট্রে দুর্ঘটনার কবলে অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস ৷ ঘটনায় অন্তত 6 যাত্রী নিহত এবং 25 জন আহত হয়েছেন । শনিবার রাত 3টের দিকে মুম্বই-নাগপুর হাইওয়ে বরাবর মহারাষ্ট্রের বুলদানা জেলার মলকাপুরের লক্ষ্মী নগরের কাছে ফ্লাইওভারে দুটি প্রাইভেট বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ খবর পেয়ে বুলদানা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় । আহতদের বুলদানা সদরের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে বলে খবর ।
জানা গিয়েছে, অমরনাথ তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া বাসটি হিঙ্গোলিতে ফিরছিল এবং তাতে প্রায় 35-40 জন তীর্থযাত্রী ছিলেন । অপর বাসটি নাসিকের দিকে যাচ্ছিল ৷ তাতে প্রায় 25-30 জন যাত্রী ছিলেন । সেই সময় বাসটি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে ৷ এর জেরে সেটি দুর্ঘটনার কবলে পড়ে । নাসিকগামী বাসটি তীর্থযাত্রীদের বাসের সামনে চলে আসে ৷ যার জেরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, দুই মহিলা-সহ ছয়জন নিহত এবং 20 জনেরও বেশি আহত হয়েছেন ।