ধানবাদ, 8 জানুয়ারি:ঝাড়খণ্ডের ধানবাদে ব্যস্ত বাজারে আচমকা বোমা বিস্ফোরণ (Blast in Dhanbad)৷ রবিবারের এই ঘটনায় অন্তত 5 জন গুরুতর জখম হয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর সফরের একদিন আগেই ওই এলাকায় বিস্ফোরণ হওয়ায় ঘুম উড়েছে পুলিশ ও প্রশাসনের ৷
রবিবার তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ধানবাদের তোপচাঞ্চি এলাকা (Bomb Blast)৷ সেখানকার একটি বাজারে একটি মোটরসাইকেলে বোমা রাখা ছিল বলে খবর ৷ পুলিশ জানিয়েছে, একজন ব্যক্তি তাঁর বাইকের সঙ্গে লাগানো লাগেজ ক্যারিয়ারে বোমা নিয়ে সবজি কিনতে বাজারে গিয়েছিলেন ৷ বাইকটি স্টার্ট দেওয়ার জন্য ইঞ্জিন চালু করার সঙ্গে সঙ্গেই বোমাটি ফেটে যায় বলে জানা গিয়েছে ৷