পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Grenade Attack at Srinagar শ্রীনগরে গ্রেনেড হামলা আহত বেশ কয়েকজন সাধারণ মানুষ - Srinagar Grenade Attack

জঙ্গিদের ছোড়া গ্রেনেডে বিস্ফোরণ(Grenade Attack at Srinagar)৷ তার জেরেই আহত 6 জনেরও বেশি সাধারণ মানুষ ঘটনাটি ঘটেছে শ্রীনগরের নিশাত এলাকায় ৷

Etv Bharat
শ্রীনগরে গ্রেনেড হামলা

By

Published : Aug 21, 2022, 11:08 PM IST

শ্রীনগর, 21 অগস্ট:শ্রীনগরে নিশাত এলাকায় জঙ্গিদের গ্রেনেড বিস্ফোরণ ৷ ঘটনায় আহত 6 জনেরও বেশি সাধারণ মানুষ (several injured in a grenade attack in Nishat area of Srinagar) ৷ তবে সকলকেই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ শ্রীনগর পুলিশের তরফে এই গ্রেনেড হামলার বিষয়টি টুইট করে জানানো হয়েছে ৷

সাম্প্রতিক সময়ে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে উত্তরোত্তর ৷ সেনা জওয়ানদের পাশাপাশি সাধারণ মানুষদেরও টার্গেট করা হচ্ছে ৷ এর আগেও একাধিক জনবহুল জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ৷ যদিও এদিনের গ্রেনেড বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল না বলে জানিয়েছে শ্রীনগর পুলিশ ৷ তাই হতাহতের খবর মেলেনি ৷

আরও পড়ুন :পাকিস্তান থেকে ফোনে খুনের হুমকি পেয়েছেন, দাবি জ্ঞানবাপী মামলায় আবেদনকারীর স্বামীর

ABOUT THE AUTHOR

...view details