পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Navi Mumbai Building Collapsed : নভি মুম্বইয়ে পাঁচতলা বাড়ির ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, জখম কমপক্ষে 6 - নভি মুম্বইয়ে পাঁচতলা বাড়ির ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা

একে একে ভেঙে পড়ল নেরুলে জিমি পার্ক সোসাইটির একটি পাঁচতলা বিল্ডিংয়ের সবক'টি ছাদ ৷ দুর্ঘটনায় কমপক্ষে 6 জনের আহত হওয়ার খবর মিলেছে (Several injured in a five-storey slab of a building in New Mumbai collapsed) ৷ অসমর্থিত সূত্রে একজনের মৃত্যুর খবরও সামনে আসছে ৷

Navi Mumbai Building Collapsed
নভি মুম্বইয়ে পাঁচতলা বাড়ির ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা

By

Published : Jun 11, 2022, 4:28 PM IST

Updated : Jun 11, 2022, 6:15 PM IST

মুম্বই, 11 জুন : নভি মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনা ৷ একে একে ভেঙে পড়ল নেরুলে জিমি পার্ক সোসাইটির একটি পাঁচতলা বিল্ডিংয়ের সবক'টি ছাদ ৷ দুর্ঘটনায় কমপক্ষে 6 জনের আহত হওয়ার খবর মিলেছে (Several injured in a five-storey slab of a building in New Mumbai collapsed) ৷ ধ্বংসস্তূপে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

নভি মুম্বইয়ের সেক্টর 19 এলাকায় অবস্থিত জিমি পার্ক সোসাইটির বহুতলের সবক'টি ছাদ শনিবার দুপুরে ভেঙে পড়ে ৷ জানা গিয়েছে, বহুতলটির ছাদে এদিন দুপুরে ড্রিলের কাজ চলাকালীন হুড়মুড়িয়ে তা ভেঙে পড়ে ৷ দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ৷ প্রাথমিকভাবে দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর না-পাওয়া গেলেও অসমর্থিত সূত্রে একজনের মৃত্যুর খবর সামনে আসছে ৷

আরও পড়ুন : দিল্লিতে ভেঙে পড়ল বহুতল, মৃত শিশু সহ 4

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বেলাপুরের বিধায়ক মান্দা মাথরে এবং পুলিশ কমিশনার অভিজিৎ বানগার ৷ আহতদের নেরুলের ডি ওয়াই পাতিল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ নভি মুম্বই'য়ের পুলিশ কমিশনার অভিজিৎ বানগার জানিয়েছেন, বহুতলটির নির্মাণগত ত্রুটির বিষয় কোনওভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে ৷ এই সংক্রান্ত অডিট খতিয়ে দেখতে মহারাষ্ট্র পৌরনিগম থেকে গত 18মে বার্তাও দেওয়া হয়েছিল সোসাইটিতে ৷ সবমিলিয়ে দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Jun 11, 2022, 6:15 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details