পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tourist Bus Accident: উলটে গেল দক্ষিণ 24 পরগনা-পুরীগামী বাস, আহত কমপক্ষে 30 - Several passengers injured after a Tourist bus Overturned

দক্ষিণ 24 পরগনা থেকে মমতাজ নামের বাসটি পুরী যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে । সোরো থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে (Several passengers injured after a Tourist bus Overturned) ।

Etv Bharat
উলটে গেল দক্ষিণ 24 পরগনা-পুরীগামী বাস

By

Published : Aug 10, 2022, 3:13 PM IST

বালাসোর, 10 অগস্ট: উলটে গেল পুরীগামী বাস ৷ বালাসোর জেলার তালানগর গ্রামের কাছে 16 নং জাতীয় সড়কে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন 30 জনেরও বেশি যাত্রী । দক্ষিণ 24 পরগনা থেকে মমতাজ নামের বাসটি পুরী যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে । সোরো থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে । প্রাথমিক চিকিৎসার জন্য আহতদের সোরো হাসপাতালে পাঠানো হয়েছে । তাদের মধ্যে আশঙ্কাজনক 7 জনকে পরবর্তীতে জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় (Several passengers injured after a Tourist bus Overturned)।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details