বৃহস্পতিবার ভোররাতে উত্তরপ্রদেশের ইটাওয়াহ জেলায় বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন লাগে ইটাওয়াহ, 16 নভেম্বর: ফের ট্রেনে আগুন! কয়েক ঘণ্টার তফাতে আগুন লাগার ঘটনা ঘটল উত্তরপ্রদেশেই ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাত 2.40 মিনিটে নিউদিল্লি-সাহেরশা সুপারফাস্ট বা বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের এস-6 বগিতে আগুন লাগার ঘটনা ঘটে ৷ ট্রেনটি দিল্লি থেকে বিহারের সাহেরশায় যাচ্ছিল ৷ সেই সময় ট্রেনটি ইয়াওয়াহ জেলার ফ্রেন্ডস কলোনি থানা এলাকার মধ্যে দিয়ে যাচ্ছিল ৷ এই ঘটনায় 19 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ তবে সংশ্লিষ্ট প্রশাসনের দাবি, কেউ আহত হননি ৷ ইটাওয়াহের এসপি সঞ্জয় কুমার বলেন, "কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷"
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ তড়িঘড়ি আগুন নেভানো হয় ৷ কীভাবে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্যানট্রির ঠিক পরের কোচেই আগুন লাগে ৷ এই ঘটনায় 19 জুন আহত হয়েছে ৷ তাঁদের মধ্যে 11 জনের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷
এর কয়েক ঘণ্টা আগেই বুধবার দিল্লি থেকে দ্বারভাঙাগামী হামসফর এক্সপ্রেস ট্রেনের 3টি বগিতে আগুন লাগে ৷ এই ঘটনাটি ঘটে বুধবার বিকেল 5টা নাগাদ ৷ রেলসূত্রে খবর 8 জন জখম হয়েছেন এই ঘটনায় ৷ ট্রেনে একটি সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং সেই থেকেই আগুন লাগে ৷ এক্ষেত্রে এস-1, 2 ও 3 তিনটি বগি পুড়ে ভস্মীভূত হয়ে যায় ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যায় ৷ ভস্মীভূত বগিগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটেই চলেছে ৷ এর আগে 29 অক্টোবর, রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম স্টেশনে দু'টি প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে ধাক্কা লাগে ৷ তিনটি বগি লাইনচ্যুত হয় ৷ মৃতের সংখ্যা 15 জনেরও বেশি ৷ এছাড়া জুন মাসের প্রথম দিকে ওড়িশার বালাসোরে বাহানাগা বাজার স্টেশনের কাছে তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ৷
আরও পড়ুন:
- হামসফর এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে তিনটি বগি
- অন্ধ্রে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, মৃত কমপক্ষে 6
- বিহারে রেল দুর্ঘটনা! বক্সারে লাইনচ্যুত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস; মৃত কমপক্ষে 4