ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vaishali Superfast Express Fire: বৈশালী সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনের বগিতে ভয়াবহ আগুন! আহত কমপক্ষে 19 - ট্রেনে ফের অগ্নিকাণ্ডের ঘটনা

ট্রেনে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ৷ ঘটনাস্থল উত্তরপ্রদেশ ৷ সাম্প্রতিক অতীতে বারবার ট্রেনে আগুন লাগার ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার আবারও সেই একই ঘটনা ঘটল দেশের সবচেয়ে বড় রাজ্যে।

ETV Bharat
বৈশালী এক্সপ্রেসে আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 9:53 AM IST

Updated : Nov 16, 2023, 11:11 AM IST

বৃহস্পতিবার ভোররাতে উত্তরপ্রদেশের ইটাওয়াহ জেলায় বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন লাগে

ইটাওয়াহ, 16 নভেম্বর: ফের ট্রেনে আগুন! কয়েক ঘণ্টার তফাতে আগুন লাগার ঘটনা ঘটল উত্তরপ্রদেশেই ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাত 2.40 মিনিটে নিউদিল্লি-সাহেরশা সুপারফাস্ট বা বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের এস-6 বগিতে আগুন লাগার ঘটনা ঘটে ৷ ট্রেনটি দিল্লি থেকে বিহারের সাহেরশায় যাচ্ছিল ৷ সেই সময় ট্রেনটি ইয়াওয়াহ জেলার ফ্রেন্ডস কলোনি থানা এলাকার মধ্যে দিয়ে যাচ্ছিল ৷ এই ঘটনায় 19 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ তবে সংশ্লিষ্ট প্রশাসনের দাবি, কেউ আহত হননি ৷ ইটাওয়াহের এসপি সঞ্জয় কুমার বলেন, "কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷"

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ তড়িঘড়ি আগুন নেভানো হয় ৷ কীভাবে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্যানট্রির ঠিক পরের কোচেই আগুন লাগে ৷ এই ঘটনায় 19 জুন আহত হয়েছে ৷ তাঁদের মধ্যে 11 জনের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷

এর কয়েক ঘণ্টা আগেই বুধবার দিল্লি থেকে দ্বারভাঙাগামী হামসফর এক্সপ্রেস ট্রেনের 3টি বগিতে আগুন লাগে ৷ এই ঘটনাটি ঘটে বুধবার বিকেল 5টা নাগাদ ৷ রেলসূত্রে খবর 8 জন জখম হয়েছেন এই ঘটনায় ৷ ট্রেনে একটি সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং সেই থেকেই আগুন লাগে ৷ এক্ষেত্রে এস-1, 2 ও 3 তিনটি বগি পুড়ে ভস্মীভূত হয়ে যায় ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যায় ৷ ভস্মীভূত বগিগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটেই চলেছে ৷ এর আগে 29 অক্টোবর, রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম স্টেশনে দু'টি প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে ধাক্কা লাগে ৷ তিনটি বগি লাইনচ্যুত হয় ৷ মৃতের সংখ্যা 15 জনেরও বেশি ৷ এছাড়া জুন মাসের প্রথম দিকে ওড়িশার বালাসোরে বাহানাগা বাজার স্টেশনের কাছে তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ৷

আরও পড়ুন:

  1. হামসফর এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে তিনটি বগি
  2. অন্ধ্রে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ, মৃত কমপক্ষে 6
  3. বিহারে রেল দুর্ঘটনা! বক্সারে লাইনচ্যুত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস; মৃত কমপক্ষে 4
Last Updated : Nov 16, 2023, 11:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details