চেন্নাই, 21 নভেম্বর: বিমানের সঙ্গে ধাক্কা লাগল ট্র্যাক্টরের ৷ আর তাতে বিমানের সামান্য ক্ষতি হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে চেন্নাইয়ের বিমানবন্দরে ৷ তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ অসামরিক বিমান নিরাপত্তা পরিষদ বা বিসিএএসের ফ্লাইট সেফটি আধিকারিকরা জানিয়েছেন, ওই বিমানটির ক্ষতি হয়েছে ৷ এখন বিমানটি নিয়ে উড়ান সম্ভব নয় ৷ বেশ কয়েকটি পরিষেবাও বাতিল হয়েছে ৷ তবে বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, বিমানটির মেরামত করা হয়েছে ৷
এদিকে ইন্ডিগো এয়ারলাইন্স একটি বিবৃতিতে জানিয়েছে, একটি ট্র্যাক্টরের সঙ্গে ইন্ডিগো বিমানের ধাক্কা লাগে ৷ ওই ট্র্যাক্টরটিতে যাত্রীর জিনিসপত্র ছিল ৷ এই দুর্ঘটনায় বিমানটির ক্ষতি হয়েছে ৷ এর ফলে চেন্নাই থেকে ত্রিচি-গামী ইন্ডিগো বিমানের 24টি পরিষেবা বাতিল হয়ে গিয়েছে ৷ তবে বিমানটিকে মেরামত করা হয়েছে ৷ পরবর্তী যাত্রা শুরু হবে 22 নভেম্বর ৷ তবে যে সব যাত্রীদের বিমান যাত্রা বাতিল হয়েছে, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে ৷