জুনাগড়, 24 জুলাই:বহুতল ধসে পড়েবড়সড় দুর্ঘটনা গুজরাতের জুনাগড়ের দাতার রোডে। মৃত্যু হল একই পরিবারে তিন সদস্য-সহ 4 জনের ৷ এদের মধ্যে দু'জন নাবালক ৷ তিনতলা একটি বিল্ডিংয়ের ধসের নীচে এখনও বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা ৷ এনডিআরএফের একটি দল ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু করেছে ৷ এলাকাটি বেশ জনবসতিপূর্ণ ৷ জুনাগড়ের ডেপুটি মেয়র জানিয়েছেন, 500 জনের একটি দল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। অন্যদিকে, বিজেপির শহর সভাপতি জানিয়েছেন, বিল্ডিংটি জরাজীর্ণ অবস্থায় ছিল। তিনতলা বাড়িটি ধসে পড়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা ৷
বাড়িটির নীচতলায় একাধিক দোকান ছিল ও আশপাশেও অনেক বাড়ি রয়েছে ৷ দীর্ঘদিন ধরেই গুজরাতে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি ৷ আর বর্ষার কারণেই এই ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। বাড়ির ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে জেসিবি আনা হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে লোকজনকে উদ্ধারে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও ৷ বাড়িটি যেখানে ধসে গিয়েছে সেখানে একটি বাজার রয়েছে ৷ প্রতিবেশীরা বলছেন, বাড়িটির দশা বেহাল ৷ অন্যদিকে, জুনাগড় ছাড়াও আমেদাবাদেও একটি বাড়ি ধসে পড়েছে।