পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Boat Capsize : মহারাষ্ট্রে নৌকাডুবি, 11 জনের মৃত্যুর আশঙ্কা - মহারাষ্ট্রে নৌকাডুবি

মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় নৌকাডুবির ঘটনা ঘটল ৷ সেখানকার ওয়ার্ধা জেলায় ওয়ার্ধা নদীতে এই ঘটনাটি ঘটে ৷ উদ্ধারকাজ চলছে ৷

মহারাষ্ট্রে নৌকাডুবি
মহারাষ্ট্রে নৌকাডুবি

By

Published : Sep 14, 2021, 2:43 PM IST

মুম্বই, 14 সেপ্টেম্বর : মহারাষ্ট্রে (Maharashtra) নৌকাডুবির ঘটনা ঘটল ৷ সেখানকার ওয়ার্ধা (Wardha) জেলায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ কীভাবে নৌকাডুবির (Boat Capsize) ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত 11 জন নিখোঁজ ৷ তাঁদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷

প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় গত সাত-আটদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে ৷ বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে ৷ ফলে নৌকা চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে ৷ তার মধ্যেই ওই নৌকাটি ওয়ার্ধা নদীর একদিক থেকে অন্য দিকে যাওয়ার চেষ্টা করছিল ৷ সেই সময়ই দুর্ঘটনা ঘটে ৷

প্রত্যক্ষদর্শীদের কারও কারও বক্তব্য, ওই নৌকায় বহন ক্ষমতার থেকে বেশি লোক ছিল ৷ 30 জনের বেশি ওই নৌকায় সওয়ার হয়েছিলেন বলে খবর ৷ নৌকা যখন মাঝ-নদীতে, তখনই তা উল্টে যায় ৷ স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারের কাজ শুরু করেন ৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দল ৷

যাঁরা দুর্ঘটনার কবলে পড়েছিলেন, তাঁরা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার সকাল 10টা নাগাদ তাঁরা কোনও কাজে এসেছিলেন ৷ পরে একসঙ্গে সবাই ফিরছিলেন ৷

সরকারিভাবে এখনও হতাহতের কোনও খবর জানানো হয়নি ৷ তবে বেসরকারি একটি সূত্রের দাবি, তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ বাকি আটজনের খোঁজ চলছে ৷ তবে কারও পরিচয় জানা যায়নি ৷

আরও পড়ুন :Brahmaputra Boats Collision : ডিব্রুগড় থেকে গ্রেফতার দুর্ঘটনাগ্রস্ত নৌকার মালিক

ABOUT THE AUTHOR

...view details