জলন্ধর, 9 অক্টোবর:জলন্ধরে একটি বাড়িতে বিস্ফোরণের ফলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের 6 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছেন বিজেপি কর্মী যশপাল ঘাই, তাঁর ছেলে, পুত্রবধূ এবং তাঁদের তিন ছেলে-মেয়ে ৷ আবাসিক কলোনির অবতার নগরে ঘটে এই মর্মান্তিক ঘটনা ৷ গভীর রাতে গ্যাস লিক হওয়ার পাশাপাশি রেফ্রিজারেটরের কম্প্রেসারে বিস্ফোরণ হওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে যখন বাড়ির সবাই ঘুমে অচেতন, তখনই গ্যাস লিক করে ও রেফ্রিজারেটরের কম্প্রেসারে বিস্ফোরণ ঘটে ৷ এই ভয়াবহ বিস্ফোরণের ফলে গোটা বাড়িতে আগুন ধরে যায় ৷ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই পরিবারের কেউই আর বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাননি ।
অগ্নিকাণ্ডে মৃত বিজেপি কর্মী যশপাল ঘাই: এই দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী যশপাল ঘাই, তাঁর ছেলে ইন্দ্রপাল, পুত্রবধূ রুচি এবং তাঁদের তিন ছোট্ট সন্তানের ৷ অবতার নগরে যশপালের হার্ডওয়্যারের ব্যবসা ছিল ।
ঘটনাস্থলে রাজনৈতিক নেতারা: এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি নেতা অশোক সরিন হিকি ৷ এই বেদনাদায়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেন তিনি । অশোক সরিন হিকি বলেন, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত জানা গিয়েছে, বাড়িতে উপস্থিত পরিবারের সবাই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ দেখছিলেন ।
আরও পড়ুন:হাতের শিরা কাটা অবস্থায় মা ও 2 শিশুর দেহ উদ্ধার, পণের দাবিতে ব্ল্যাক ম্যাজিক স্বামীর ?
অশোক সারিন বলেন, "প্রথমে গ্যাস সিলিন্ডার লিক হয় এবং তারপর রেফ্রিজারেটরে স্পার্কিং হয় ও কম্প্রেসার ফেটে যায় । রেফ্রিজারেটরের কম্প্রেসার ফেটে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায় ৷ অন্যদিকে, গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন দ্রুত সারা ঘরে ছড়িয়ে পড়ে । আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, যশপাল ঘাই এবং তাঁর পরিবারের সদস্যরা বের হওয়ার সুযোগ পাননি ।"
জলন্ধরে আম আদমি পার্টির সাংসদ সুশীল রিংকুও এই দুর্ঘটনার খবর পেয়ে গভীর শোকপ্রকাশ করেন ৷ তিনি দেখা করেন মৃতদের আত্মীয়-পরিজনের সঙ্গে ৷