ছত্রপতি শম্ভাজিনগর (মহারাষ্ট্র), 31 ডিসেম্বর:কারখানায় আগুন লেগে মৃত্যু হল 6 জনের ৷ রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরে ৷ এখানকার একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারী সানশাইন এন্টারপ্রাইজ নামক কারখানায় আগুন লেগে এই দুর্ঘটনা ৷ দমকল আধিকারিকদের অনুমান, ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত ওই কারখানায় রাত দুটো 15 নাগাদ আগুন লাগে ৷ প্রায় 4 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি স্থানীয় ঘাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে এমআইডিসি ওয়ালাজ পুলিশ ৷
এই ঘটনায় এক দমকল আধিকারিক মোহন মুংসে বলেন, "রাত 2টো 15 নাগাদ আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে আসি ৷ ততক্ষণে পুরো কারখানার ভিতরে আগুন ধরে গিয়েছে ৷ ভিতরে 6 জন আটকে আছে বলে স্থানীয়রা জানান ৷ 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷"
জানা গিয়েছে, এই কোম্পানিটিতে মোট 20 থেকে 25 জন শ্রমিক কাজ করতেন ৷ এই সময়ে 10 জন কারখানায় ছিলেন ৷ নাইট শিফটের সময় কর্মচারীরা যখন ঘুমাচ্ছিলেন তখন হঠাই করেই কারখানায় আগুন ধরে যায় ৷ ঘুমন্ত শ্রমিকদের কেউ কেউ গরম অনুভব করে জেগে ওঠেন ৷ সেই সময় তাঁরা দেখেন কারখানায় আগুন লেগেছে ৷ বের হওয়ার সময় আগুন ছড়িয়ে পড়ায় ভিতরে আটকে পড়েন 6 জন ৷ কিছু শ্রমিক বেরিয়ে আসতে সক্ষম হলেও ওই 6 জন বেরোতে না পারার ফলে দম বন্ধ হয়ে আগুনে ঝলসে মারা যান ৷
একজন প্রত্যক্ষদর্শী কর্মীর মতে, এই শ্রমিকরা বিহারের মির্জাপুরের বাসিন্দা ৷ এদের মধ্যে দু'জন নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন ৷ কারখানার ভিতরে আটকে থাকা ভল্লা শেখ, কাউসার শেখ,ইকবাল শেখ, মাগারুফ শেখ-সহ 6 জনের মৃত্যু হয় ৷ যদিও আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি ৷ আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে 4 ঘণ্টারও বেশি সময় লেগেছে ৷