কাকিনাড়া, 9 ফেব্রুয়ারি: ট্যাঙ্কার পরিষ্কার করার সময় প্রাণ গেল কমপক্ষে 7 জনের ৷ কর্মীরা তেলের ট্যাঙ্কারের ভিতরে ঢুকেছিলেন ৷ তাঁরা ট্যাঙ্কার পরিষ্কারের কাজ করছিলেন ৷ সেই সময় প্রাণ যায় এই 7 জনের ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থিত কাকিনাড়া জেলার অম্বতী সুব্বান্না অয়েল ফ্যাক্টরিতে৷ মৃতদের মধ্যে পাঁচজন পাদেরু জেলার বাসিন্দা ৷ বাকিরা পুলিমেরুতে থাকতেন বলে জানা গিয়েছে ৷
সূত্র অনুযায়ী, মাত্র 10 দিন আগে তারা কাজে যোগ দিয়েছিলেন ৷ অয়েল ফ্যাক্টরিটি, ফ্যাক্টরি অ্যাক্টের আওতায় নথিভুক্ত ছিল না ৷ পুলিশ জানিয়েছে, এক কর্মী ওই ভোজ্য তেলের অয়েল ট্যাঙ্কারে মধ্যে নামেন ৷ কিছুক্ষণ পরেই তিনি দম বন্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ৷ তাঁকে উদ্ধার করতে আরও 7 জন কর্মী মইয়ের সাহায্যে ওই ট্যাঙ্কারের মধ্যে ঢোকেন ৷ কিন্তু তাঁদের পরিণতিও একই হয় ৷ মনে করা হচ্ছে কোনও বিষাক্ত গ্যাসের ফলেই সবার মৃত্যু হয়েছে ৷