জয়পুর, 13 অগস্ট: বাস এবং চারচাকা গাড়ির সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের সাতজনের ৷ দুর্ঘটনাস্থলেই মারা যান ওই সাত জন ৷ পথ দুর্ঘটনায় আহত হয়েছে দুই নাবালক ৷ তাদের হাসপাতালে চিকিৎসা চলছে ৷ শনিবার মধ্যরাতে ওই চারচাকা গাড়িটি সিকারের দিক থেকে আসছিল ৷ সেই সময় দিদওয়ানা জেলার বাঁথাদি গ্রামের তিত্রি চৌরাহায় একটি বাসের সঙ্গে ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
আহত দুই নাবালকের অবস্থা গুরুতর হওয়ায় দিদওয়ানার সরকারি বাঙার হাসপাতাল থেকে জয়পুরে রেফার করা হয় ৷ পুলিশ আধিকারিক ধর্মচাঁদ পুনিয়া, (এসও) জানিয়েছেন, বাঁথাদি গ্রামের খুনখুনা থানার কাছে ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, আহত দুই যাত্রীকে উদ্ধার করে প্রথমে রাজস্থানের বাঙার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে তাদের জয়পুরে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আরও জানা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই চারচাকা গাড়ি করে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন যাত্রীরা। মাঝপথে বাসের সঙ্গে ধাক্কা লাগে যাত্রী বোঝাই গাড়িটির। রাস্তায় একটি বাঁক ছিল যার কারণে চালকরা একে অন্যের গাড়িটি দেখতে পায়নি ৷ তার জেরেই সংঘর্ষ ৷ তদন্তের পরে বাকি কথা জানানো হবে।"