পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bihar Road Accident: বেপরোয়া ট্রাকে পিষে বিহারে মৃত 12, আর্থিক সাহায্যের ঘোষণা মোদির - বিহারের বৈশালীতে পথ দুর্ঘটনা

বিহারের বৈশালীতে বেপরোয়া ট্রাকের তলায় পিষে মৃত্যু হয়েছে 7 শিশু-সহ কমপক্ষে 8 জনের (several died including minors in road accident in Vaishali) ৷ জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে সুলতানপুরে ৷

ETV Bharat
Bihar Road Accident

By

Published : Nov 20, 2022, 10:49 PM IST

Updated : Nov 21, 2022, 10:36 AM IST

বৈশালী (বিহার), 20 নভেম্বর: বিহারের বৈশালীতে বেপরোয়া ট্রাকের তলায় পিষে মৃত্যু হয়েছে 12 জনের ৷ মৃতদের মধ্যে 7 জন শিশু (several died including minors in road accident in Vaishali) ৷ জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে সুলতানপুরে ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে ৷ তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (Road Accident In Vaishali)৷ পাশাপাশি নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাছাড়া আহতদের 50 হাজার টাকা করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: বিশ্রামাগারে ঢুকে গেল ট্রেন, মৃত 2

দেশরি পুলিশ স্টেশনের অন্তর্গত সুলতানপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে একটি পুজোর অনুষ্ঠান থেকে যখন হেঁটে ফিরছিলেন পুণ্যার্থীরা সেই সময় ওই ভিড়ের মধ্যে ঢুকে যায় ট্রাকটি ৷ মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

Last Updated : Nov 21, 2022, 10:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details