সিমলা, 14 অগস্ট: তভারী বর্ষণের জেরে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। পাহাড়ি রাজ্যে ভারী বর্ষণ ও ভূমিধসে এখনও পর্যন্ত 55 জনের মৃত্যু হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। রাজধানী সিমলায় একটি বড় ভূমিধসও হয়েছে, যার কবলে পড়েছে একটি শিব মন্দির। তাতে আটকে রয়েছেন অনেকেই ৷ এখনও পর্যন্ত কমপক্ষে 5 জনের দেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে সোলান জেলায় মেঘভাঙা বৃষ্টিতে 7 জনের মৃত্যু হয়েছে। গত 2 দিনের বৃষ্টির পর রাজ্যের বিভিন্ন জায়গায় ভূমিধস ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে ৷ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে বাড়ির ভিতরে থাকার এবং নদীর ধারে না-যাওয়ার আবেদন করেছেন। জনগণকে ভূমিধসপ্রবণ এলাকাগুলি থেকে দূরে থাকার বার্তাও তিনি দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মন্দিরের ভেঙে পড়া কংক্রিটের চাঁইয়ের নীচে এখনও চাপা রয়েছেন 15-20 জন পুণ্যার্থী। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছে প্রশাসন। এর পাশাপাশি 15 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ভারী বর্ষণের জেরে হিমাচলজুড়ে ভেঙে পড়েছে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ এবং পানীয় জল-সহ বিভিন্ন জরুরি পরিষেবা স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্মীদের কাছে আবেদন রাখা হয়েছে।