সেকেন্দ্রাবাদ, 13 সেপ্টেম্বর:বহুতলে ভয়াবহ আগুন ৷ সোমবার রাতে সেকেন্দ্রাবাদের রুবি লজে আগুন লাগার ঘটনাটি ঘটেছে ৷ ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 8 পর্যটক (Eight persons died in a major fire at a lodge in Secunderabad) ৷ তার মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 3 জনের ৷ স্থানীয় গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় 4 পর্যটকের ৷ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও 1জনের ৷ মৃতেদের সকলের বয়স 35 থেকে 40 বছরের মধ্যে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও প্রায় 10 জন ৷ মৃত পর্যটকদের একজনের নাম হরিশ । তাঁর বাড়ি বিজয়ওয়াড়ায় । এর পাশাপাশি চেন্নাইয়ের বাসিন্দা সীতারমন এবং দিল্লীর বাসিন্দা বিতেন্দ্রর প্রাণ গিয়েছে ৷ বহুতলে থাকা একটি বাইকের গাড়ির শেরুম থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
আরও পড়ুন: খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার গত তিন মাসে সর্বোচ্চ