কাটিহার, 9 জানুয়ারি:ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের শিশু-সহ কমপক্ষে আটজনের (Bihar road mishap) ৷ বিহারের কাটিহারের অন্তর্গত বেলগাঁওয়ের কাছে 81 নম্বর হাইওয়ের কাছে যে পেট্রল পাম্প রয়েছে সেখানে একটি যাত্রী ভরতি ট্রাক অটোকে চাপা দেয় ৷ অটোটি যেদিক থেকে আসছিল তার ঠিক অপর দিক থেকে ট্রাকটি বেপরোয়াভাবে আসছিল ৷ সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির ৷ দুর্ঘটনাস্থলেই কমপক্ষে আটজনের মৃত্যু হয় (Katihar Road Accident) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যারা মারা গিয়েছেন তাঁরা একই পরিবারের সদস্য ৷ আটজনের মধ্যে দু'জন শিশু, দু'জন মহিলা ও চারজন পুরুষ ছিলেন ৷ স্থানীয় সূত্রে আরও খবর, ওই অটোটিতে করে খেরিয়া থেকে কাটিহারের দিকে যাচ্ছিল ৷ অপরদিকে ট্রাকটি কাটিহার থেকে গেদাবাড়ির দিকে যাচ্ছিল তখনই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় কোডা থানা ও কোলাসি ওপি পুলিশ-সহ এসডিপিও এবং অন্যান্য আধিকারিকরা ৷