গিরিডি, 18 নভেম্বর:বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায়কমপক্ষে ছ'জনের মৃত্যু ৷ আহত হয়েছেন আরও 5 জন ৷ তাদের মধ্যে 2 জন শিশুও আছে ৷ শিশুদের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর ৷ পুলিশ জানিয়েছে, একটি এসইউভি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল ৷ সেই সময় রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে ৷ শনিবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডিতে ৷
এসইউভি-তে 10 জন যাত্রী ছিলেন ৷ তাঁরা বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিলেন ৷ ভোর 3টে নাগাদ মুফাসিল থানা এলাকার বাঘমারায় এসইউভি-টি একটি গাছে সজোরে ধাক্কা মারে ৷ তাতেই 5 জনের মৃত্যু হয় ৷ বাকিরা জখম হয়েছেন ৷ তাদের মধ্যে দুই শিশুর অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে ৷ চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের ।
গিরিডি সদরের সাব-ডিভিশনের পুলিশ আধিকারিক অনিল সিং বলেন, "ওই যাত্রীরা বিরনি থানা এলাকার থোরিয়া গ্রাম থেকে আসছিলেন ৷ তারা তিকোডিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা হয় ৷" তিনি আরও জানান, 5 জন ঘটনাস্থলেই প্রাণ হারান ৷ পরে চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয়েছে ৷ বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ পুলিশের অনুমান, চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ৷ সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে ৷