দুঙ্গারপুর (রাজস্থান), 4 নভেম্বর:রাজস্থানেরদুঙ্গারপুর জেলার বিছিওয়াদার থানার অন্তর্গত 48 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ৷ মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে ৷ একটি বেসরকারি বাসের সঙ্গে ভুল দিকে থেকে আসা চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা 4 যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন এক যুবক। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷
দুঙ্গারপুর জেলার বিছিওয়াদা থানার এসএইচও মদনলাল খটিক বলেন, "গভীর রাতে 48 নম্বর জাতীয় সড়কের খাজুরি নল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ ভুল দিক দিয়ে আসা গুজরাতের চারচাকা গাড়ির সঙ্গে দুঙ্গারপুরগামী বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে সামনের দিক থেকে গাড়িটি সম্পূর্ণ তুবড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ গাড়িতে আটকে থাকা মৃতদেহগুলি উদ্ধার করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয় এক যুবক, তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷"
তিনি আরও বলেন, "পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে রেখেছে। মৃতরা সকলেই গুজরাতের শামলাজি এলাকার বাসিন্দা। তাঁদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর ময়নাতদন্ত করা হবে। আহত যবুকের আশঙ্কাজনক ৷ তার চিকিৎসা চলছে।"