পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Madurai Train Fire Accident: ট্রেনে সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন! মৃত কমপক্ষে 9 দাবি পুলিশের; ভিন্ন মত রেলের - মৃত অন্ততপক্ষে 2

ফের এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী দেশ। তামিলনাড়ুর মাদুরাইয়ে ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ৷ তাতে পুলিশ সূত্রে এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহত হয়েছেন বহু ৷ তবে রেলের তরফ থেকে জানানো হয়েছে 4 জনের মৃত্যু হয়েছে ৷ ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন পোর্টেবল এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চা তৈরি করছিলেন ৷ সেইসময় সিলিন্ডার ফেটে বিপত্তি!

Madurai Train Fire Accident
মাদুরাইয়ে ট্রেনে ভয়াবহ আগুন

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 7:48 AM IST

Updated : Aug 26, 2023, 3:20 PM IST

মাদুরাইয়ে ট্রেনে ভয়াবহ আগুন

মাদুরাই (তামিলনাডু), 26 অগস্ট: মাদুরাইয়ের কাছে উত্তরপ্রদেশের লখিপুর থেকে আসা একটি পর্যটক ট্রেনে ভয়াবহ আগুন! পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের দেহ উদ্ধার হয়েছে। শনিবার ভোরের ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহতও হয়েছেন অনেকে ৷ উত্তরপ্রদেশ থেকে আসা এই ট্রেনের 2টি বগিতে আগুন লেগে যায়। ট্রেনটি মাদুরাই স্টেশনে ঢোকার সময় আগুন লাগে। যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে 4 জনের মৃত্যু হয়েছে ৷

সূত্রের খবর, লখনউ থেকে রামেশ্বরম যাত্রী স্পেশাল ট্রেনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ৷ ট্রেনটি মাদুরাই স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে ইয়ার্ডে থামানো হয়েছে ৷ যাত্রীদের মধ্যে কয়েকজন পোর্টেবল এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চা তৈরি করছিলেন ৷ সেইসময় সিলিন্ডার বিস্ফোরণে ট্রেনে আগুন ধরে যায়। তার জেরেই এত বড় দুর্ঘটনা। আহতদের উদ্ধার করে মাদুরাইয়ের রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।

স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোর 5.15 নাগাদ মাদুরাই ইয়ার্ডে ট্রেনের 2টি কোচে আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয় ৷ তারা 5.45 নাগাদ পৌঁছয়। কোচের যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন ৷ আগুন দেখে অনেক যাত্রীই কোচ থেকে নেমে পড়েন। 17 অগস্ট লখনউ থেকে তাঁদের যাত্রা শুরু হয়েছিল। দক্ষিণ রেলের তরফে মৃতদের পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আর্থিক সাহয্যে ঘোষণা করা হয়েছে ৷

তামিলনাড়ুুর মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা বলেন, "আজ ভোর 5:30টা নাগাদ মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লেগেছে ৷ ওই ট্রেনে পর্যটকরা উত্তর প্রদেশ থেকে আসছিলেন। আজ সকালে যখন তারা চা তৈরি করতে যান তখনই গ্যাস জ্বালাতে গিয়ে সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত 55 জনকে উদ্ধার করা হয়েছে ৷ 9 জন পর্যটকের দেহ মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ এখনও চলছে উদ্ধারের কাজ ৷"

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এদিন টুইটে লিখেছেন, "আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ আশা করি, ঠিক করে তদন্ত হবে ৷

রেল কর্তৃপক্ষের কাছে আমি কি মানুষের জীবনকে মূল্য দেওয়ার আবেদন রাখতে পারি? পাশাপাশি তারা কি রেল পরিষেবায় আরও সতর্ক হতে পারে? দুর্ঘটনায় রেলের পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মৃতদের পরিবারকে 3 লক্ষ টাকা এবং উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন ৷

আরও পড়ুন:ইঞ্জিন থেকে আলাদা হল 10 কামরা, ডালখোলায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল লোহিত এক্সপ্রেস

Last Updated : Aug 26, 2023, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details