মাদুরাই (তামিলনাডু), 26 অগস্ট: মাদুরাইয়ের কাছে উত্তরপ্রদেশের লখিপুর থেকে আসা একটি পর্যটক ট্রেনে ভয়াবহ আগুন! পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের দেহ উদ্ধার হয়েছে। শনিবার ভোরের ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আহতও হয়েছেন অনেকে ৷ উত্তরপ্রদেশ থেকে আসা এই ট্রেনের 2টি বগিতে আগুন লেগে যায়। ট্রেনটি মাদুরাই স্টেশনে ঢোকার সময় আগুন লাগে। যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে 4 জনের মৃত্যু হয়েছে ৷
সূত্রের খবর, লখনউ থেকে রামেশ্বরম যাত্রী স্পেশাল ট্রেনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ৷ ট্রেনটি মাদুরাই স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে ইয়ার্ডে থামানো হয়েছে ৷ যাত্রীদের মধ্যে কয়েকজন পোর্টেবল এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চা তৈরি করছিলেন ৷ সেইসময় সিলিন্ডার বিস্ফোরণে ট্রেনে আগুন ধরে যায়। তার জেরেই এত বড় দুর্ঘটনা। আহতদের উদ্ধার করে মাদুরাইয়ের রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।
স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোর 5.15 নাগাদ মাদুরাই ইয়ার্ডে ট্রেনের 2টি কোচে আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয় ৷ তারা 5.45 নাগাদ পৌঁছয়। কোচের যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন ৷ আগুন দেখে অনেক যাত্রীই কোচ থেকে নেমে পড়েন। 17 অগস্ট লখনউ থেকে তাঁদের যাত্রা শুরু হয়েছিল। দক্ষিণ রেলের তরফে মৃতদের পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আর্থিক সাহয্যে ঘোষণা করা হয়েছে ৷