পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Helicopter Crash near Kedarnath: কেদারনাথের ফাটায় পুণ্যার্থীদের হেলিকপ্টার ভেঙে মৃত কমপক্ষে 7

কেদারনাথে মর্মান্তিক দুর্ঘটনা ৷ ভেঙে পড়ল হেলিকপ্টার ৷ মারা গিয়েছেন 7 জন (7 died in Kedarnath Helicopter crash) ৷

By

Published : Oct 18, 2022, 12:48 PM IST

Updated : Oct 18, 2022, 3:24 PM IST

Kedarnath Helicopter Crash
ETV Bharat

রুদ্রপ্রয়াগ, 18 অক্টোবর:ভয়াবহ দুর্ঘটনা কেদারনাথে ৷ হেলিকপ্টার ভেঙে কমপক্ষে 7 জন মারা গিয়েছেন উত্তরাখণ্ডের ফাটায়, জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বিশেষ মুখ্যসচিব অভিনব কুমার (Abhinav Kumar, Special Principal Secretary to the Chief Minister) ৷ মঙ্গলবার সকালে কেদারনাথ ধাম থেকে পুণ্যার্থীদের নিয়ে গুপ্তকাশীর উদ্দেশ্যে রওনা দেয় হেলিকপ্টার ৷ পথে ফাটায় ভেঙে পড়ে ৷ মারা গিয়েছেন পাইলট সমেত 7 জন ৷ মৃতদের মধ্যে 3 জন মহিলা ৷

এদিন আবহাওয়া খারাপ ছিল ৷ আকাশ মেঘাচ্ছন্ন ছিল ৷ তাই দৃশ্যমানতাও ভালো ছিল না ৷ তার মধ্যেই পুণ্যার্থীদের নিয়ে যাত্রা করে হেলিকপ্টার বেল 407 ভিটি-আরপিএন (Bell 407 helicopter VT-RPN ) ৷ কিন্তু গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই ফাটা'র জঙ্গলচট্টি'র কাছে সকাল 11টা 45 মিনিট নাগাদ ভেঙে পড়ে হেলিকপ্টারটি ৷ আগুন ধরে যায় ৷

রুদ্রপ্রয়াগের এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President of India Droupadi Murmu) ৷ তিনি লেখেন, "কেদারনাথ ধামের কাছে হওয়া হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট সমেত অনেক তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন ৷ এই খবর অত্যন্ত দুঃখজনক ৷ স্বজনহারা পরিবারদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

আরও পড়ুন: হৃষিকেশে ব়্যাফটিং করতে গিয়ে মৃত্যু কলকাতার পর্যটকের, কেদারনাথে মৃত আরও 1

এখনও তুষারপাত চলছে ওই এলাকায় ৷ তার মধ্যেও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে এসডিআরএফ, পুলিশ ৷ কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Civil Aviation Minister Jyotiraditya Scindia) জানান, তাঁর মন্ত্রক গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ৷ তিনিও টুইটে লেখেন, "কেদারনাথে হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ আমরা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি ৷"

কেদারনাথের জঙ্গলচট্টিতে পুণ্যার্থীদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার

অসামরিক বিমান মন্ত্রকের এক উচ্চ আধিকারিক জানান, দুর্ঘটনায় ভেঙে পড়া হেলিকপ্টারটি আরিয়ান এভিয়েশন পরিচালনা করছিল ৷ ডিজিসিএ এক উচ্চ আধিকারিক বলেন, "প্রাথমিক ভাবে পাওয়া খবর অনুযায়ী, একটি বেল 407 হেলিকপ্টার ভিটি-আরপিএন (Bell 407 helicopter VT-RPN) কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ভেঙে পড়ে ৷ সম্ভবত আবহাওয়া খারাপ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে ৷ "

Last Updated : Oct 18, 2022, 3:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details