চেন্নাই, 5 ডিসেম্বর: অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের কাছে ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়লে সবথেকে ক্ষতিগ্রস্ত হবে তামিলনাড়ু ৷ পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন । গত কয়েকদিন ধরেই মিগজাউমের প্রকোপে চেন্নাইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ আগামী কয়েক ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চেন্নাইয়ে ৷ বৃষ্টির কারণে চেন্নাইয়ে ইতিমধ্যেই 8 জনের মৃত্যু হয়েছে । সোমবার দুপুরে মিগজাউম প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ, মঙ্গলবার মিগজাউম ভয়ংকর রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশের বাপতালার কাছে ল্যান্ডফল করবে বলে জানিয়েছে মৌসম ভবন ৷
দক্ষিণ বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হওয়ার পর ধ্বংসাত্মক রূপ দেখাচ্ছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, জলের স্রোতে ভেসে চলেছে পার্কিংয়ে রাখা গাড়ি। সোমবার রাজ্য পুলিশের তরফে জানিয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে চেন্নাইয়ে পৃথক ঘটনায় 8 জনের প্রাণ কেড়েছে ৷ মৃতদের মধ্যে দু'জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন এবং শহরের আপমার্কেট বেসন্তনগর এলাকায় একটি গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে, যা সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, শহরের বিভিন্ন বৃষ্টি-বিধ্বস্ত এলাকায় একজন পুরুষ ও মহিলার দু'টি অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধার হয়েছে ৷ ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সোমবার ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে চেন্নাইয়ে ৷
মৌসম ভবনের তরফে মঙ্গলবার সকালে এক্সে জানানো হয়েছে, "দক্ষিণ অন্ধ্রপ্রদেশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম এবং পার্শ্ববর্তী উত্তর তামিলনাড়ু উপকূলে অবস্থার করছে ৷ গত 6 ঘণ্টায় 7 কিমি বেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ৷" মৌসম ভবনের তরফে মিগজাউমের অবস্থান আরও নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে ৷ "তাতে অন্ধ্রপ্রদেশের নেলোরের প্রায় 20 কিমি উত্তর ও উত্তর-পূর্বে, চেন্নাই থেকে 170 কিমি উত্তরে, বাপাতলা থেকে 150 কিমি দক্ষিণে এবং মাছিলিপত্তনমের 210 কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি গিয়ে ঘূর্ণিঝড়টি উত্তর দিকে এগোবে । মঙ্গলবার দুপুরে ঘূর্ণিঝড় মিগজাউম বিকেল চারটের সময় বাপাতলার কাছে ভয়ংকর রুপ নিয়ে আছড়ে পড়বে ৷ এই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার । দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ঘণ্টায় 110 কিলোমিটার পর্যন্তও হতে পারে ।"
চেন্নাই, চেঙ্গালপট্টু, কাঞ্চিপুরম, নাগাপত্তনম, কুড্ডালোর, তিরুবাল্লুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার বৃষ্টির কারণে চেন্নাই এবং সংলগ্ন তিন জেলায় স্কুল, কলেজ, সরকারি দফতর বন্ধ রাখা হয়েছিল। উপকূলবর্তী এলাকায় পাঁচ হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন পরিস্থিতির উপর নজর রাখছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন:
- 'মিগজাউম'র প্রভাবে ভাসছে চেন্নাই, বাতিল বহু বিমান
- অন্ধ্র উপকুলে ঘূর্ণিঝড় মিগজাউম, বঙ্গে আগামী তিনদিন হালকা বৃষ্টির সম্ভাবনা
- ডিসেম্বরে থমকে শীত, ঘূর্ণিঝড়ের জেরে বঙ্গে বৃষ্টি!