রাজৌরি, 15 সেপ্টেম্বর: কমপক্ষে 12 জন মারা গিয়েছেন এবং 27 জন আহত হয়েছেন বাস দুর্ঘটনায় ৷ বৃহস্পতিবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে মানজাকোটের দেরি রেলিয়ট (Deri Ralyote of Manjakot, Rahuri) রাহুরি জেলায় ৷ মানজাকোট থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ৷ স্থানীয়রা নিজেরাই উদ্ধারকার্য শুরু করে দেয় ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, বাসটি পুঞ্চের সুরানকোট (Surankote sub division) থেকে রাজৌরির দিকে যাচ্ছিল ৷ গাড়িচালক পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি দেরি রেলোটে খাদে পড়ে যায় (Several died in bus accident in Rahuri of Rajouri Jammu and Kashmir) ৷
এক আধিকারিক জানান, "আমরা দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য শুরু করে দিয়েছি ৷ পুলিশের দল, স্বাস্থ্য দফতর এবং স্থানীয় লোকজন ত্রাণকার্যে নেমেছে ৷" তিনি আশঙ্কা প্রকাশ করেন, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে ৷