পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hapur Boiler Blast : রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত বেড়ে 9, আহত 19 - Several died and injured in Boiler Explosion in Hapur Chemical factory

হাপুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন ৷ ভেতরে আটকে পড়েছেন কারখানার বেশ কয়েকজন শ্রমিক । এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যের সংখ্যা 9 জন (Boiler Explosion in Hapur Chemical Factory) ।

Hapur Boiler Blast News
হাপুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

By

Published : Jun 4, 2022, 4:25 PM IST

Updated : Jun 4, 2022, 7:55 PM IST

হাপুর (উত্তরপ্রদেশ), 4 জুন : হাপুরে একটি রাসায়নিক কারখানায় বয়লারে বিস্ফোরণ ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৌলানা থানার ইউপিএসআইডিসি এলাকার ওই কারখানায় বয়লারে বিস্ফোরণের কারণেই আগুন লেগে যায় ।

কারখানার বেশ কয়েকজন শ্রমিক এখনও আগুনে আটকে রয়েছেন বলে খবর । এই ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । আহত হয়েছেন অনেকে ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 6টি ইঞ্জিন (Boiler Explosion in Hapur Chemical Factory) ।

প্রধানমন্ত্রী দফতর এক টুইটে লিখেছে, ‘‘উত্তরপ্রদেশের হাপুরের রাসায়নিক কারখানায় দুর্ঘটনা হৃদয় বিদারক । যারা এতে প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি । রাজ্য সরকার আহতদের চিকিৎসা এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত ৷’’

আরও পড়ুন : 27 জনের প্রাণ কাড়ল দিল্লির অফিসের আগুন, অনেকে নিখোঁজ ; ক্ষতিপূরণ ঘোষণা মোদির

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তাঁর নির্দেশে মীরাটের আইজি প্রবীণ কুমার এবং হাপুরের ডিএম-সহ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন । প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে । এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ।

Last Updated : Jun 4, 2022, 7:55 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details