পটনা, 24 জুলাই: বিহারের সারান জেলায় এক কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে 5 জন ৷ গুরুতর আহত হয়েছেন আরও 4 জন (5 died as firecracker production leads to building explosion in Saran district) ৷ জেলার খৈরা অঞ্চলের খুদাইবাগ এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷ বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে কারখানাটি ৷ খতিগ্রস্থ হয়েছে আশপাশের বাড়ির ছাদ ও দেওয়াল ৷
জানা গিয়েছে, ওই কারখানায় আতসবাজি তৈরি হত ৷ ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু হয়েছে ৷ ধ্বংসস্তুপের নীচ থেকে উদ্ধার হয়েছে দেহগুলি ৷ বিস্ফোরণে আহত 4 জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷