পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Korba Bus Accident: কোরবায় দুর্ঘটনার কবলে বাস, মৃত 7 যাত্রী

একটি পথ দুর্ঘটনা কেড়ে নিল 7 জনের প্রাণ ৷ তার মধ্যে একটি শিশু-সহ দুই মহিলা রয়েছে ৷ সোমবার ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে কোরবার 130 নম্বর জাতীয় সড়কে(Korba Bus Accident)৷

Etv Bharat
কোরবায় পথ দুর্ঘটনা

By

Published : Sep 12, 2022, 10:12 AM IST

কোরবা(ছত্তিশগড়), 12 সেপ্টেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল 7 জনের ৷ দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবা জেলার পন্ডি উপরদা 130 নম্বর জাতীয় সড়কে(people died in a road accident in Korba) ৷ সোমবার ভোর চারটের সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ রায়পুর থেকে সীতাপুরগামী দ্রুতগতির বাসের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারের সংঘর্ষ হয় । তাতেই মৃত্যু হয় 7 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে 4জন পুরুষ, 2 জন মহিলা ও একটি শিশু ৷ এছাড়াও এই দুর্ঘটনার জেরে আহত হন 12 জন যাত্রী ৷ তাদের মধ্যে কয়েকজনের আঘাত বেশ গুরুতর ৷ আহত ও নিহতরা সকলেই অম্বিকাপুর ও সীতাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ মৃতদের মধ্যে 6 জনের দেহ স্থানীয় কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে ৷ তাঁদের পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই তাঁদের বেশ কয়েকজনের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন ৷ দুর্ঘটনার খবর পেতেই সেখানে পৌঁছয় পুলিশ ৷ সকাল থেকেই শুরু হয় উদ্ধার কাজ ৷

জানা গিয়ে, বাসটির গতি এতটাই বেশি ছিল যে দুর্ঘটনার অভিঘাতে তার বাঁদিকের খানিকটা অংশটা উড়ে গিয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে বাঙ্গো থানায় এনে দাঁড় করানো হয় ৷ এই 130 নম্বর জাতীয় সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা ৷

আরও পড়ুন :ট্রাফিকে আটকে ! রোগীর প্রাণ বাঁচাতে 3 কিমি দৌড়ে হাসপাতালে চিকিৎসক

ABOUT THE AUTHOR

...view details