পুনে, 30 অগস্ট: ভোররাতে ভয়াবহ আগুন! বুধবার ভোররাতে মহারাষ্ট্রের পুনেরপিম্পরি চিঞ্চওয়াড়ের পূর্ণনগরে একটি দোকানে ভয়াবহ আগুন লাগে ৷ আগুনে ঝলসে মৃত্যু হয়েছে 4 জনের। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী ও দুই সন্তান-সহ একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের নাম চিমনরাও দেবরাম চৌধুরী (41), নম্রতা চিমনরাও চৌধুরী (38), ভাবেশ চিমনরাও চৌধুরী (15) এবং শচীন চিমনরাও চৌধুরী (13)। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দোকানের ভিতরে থাকা সব পুড়ে ছাই হয়ে যায়।
যে জায়গায় আগুন লেগেছে তার আশপাশে আরও কয়েকটি দোকান রয়েছে এবং এলাকাটি ঘিঞ্জি ৷ আগুন লাগার কারণে এলাকায় চাঞ্চল্যে ছড়িয়েছে ৷ পাশে থাকা দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়েছে । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দলকল কর্মীরায় মৃত 4 জনের দেহ উদ্ধার করেন। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, শর্টসার্কিটের কারণে ওই দোকানটিতে আগুন লেগেছে ৷ এই পরিবারই ছিল দোকানের মালিক ৷ আগুন লাগার সময় তাঁরা দোকানে ঘুমোচ্ছিলেন ৷ বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ৷ দমকল বিভাগের কর্মীরা মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন ৷ দুর্ঘটনাস্থলে চলছে কুলিংয়ের কাজ ।