বালিয়া (উত্তরপ্রদেশ), 22 মে: নৌকাডুবিতে বেশ কয়েকজনের মৃত্যু ৷ সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ার ফাফনা থানার অন্তর্গত মালদেপুরে ৷ পুলিশ জানিয়েছে, ওই নৌকায় 40 জন ছিলেন ৷ তাঁরা মুণ্ডন সংস্কারের জন্য গঙ্গার এক পার থেকে অন্য পারে যাচ্ছিলেন ৷ মাঝনদীতে আচমকাই নৌকা উলটে যায় ৷ বাঁচার দিকে নৌকায় থাকা যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন ৷
সেই চিৎকার শুনে নদীর পাড়ে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই ঝাঁপিয়ে পড়েন নদীতে ৷ তাছাড়া স্থানীয় জেলেদের সহায়তা নেওয়া হয় ৷ তখন প্রাথমিকভাবে জলে ডুবে যাওয়া কয়েকজনকে উদ্ধার করা হয় । খবর পাওয়া মাত্রই পুলিশ যায় ঘটনাস্থলে ৷ পুলিশের তৎপরতায় ডুবুরি নামানো হয় জলে ৷ তাঁদের সহায়তায় অন্য লোকজনকে উদ্ধার করে আনা হয় । অনেককে অজ্ঞান অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
হাসপাতাল সূত্রে খবর, সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয় ৷ চারজনই মহিলা বলে পুলিশ জানতে পেরেছে ৷ এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এখনও বেশ কয়েকজনকে উদ্ধার করার চেষ্টা চলছে ৷ বালিয়ার জেলাশাসক রবীন্দ্রকুমার অবশ্য জানিয়েছেন এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ চারজনের চিকিৎসা চলছে ৷