লুধিয়ানা, 30 এপ্রিল:রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা পঞ্জাবের লুধিয়ানায় ৷ সেখানকার গিয়াসপুরা এলাকায় ভের্কা বুথের কাছে একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে দুই শিশু ও পাঁচ মহিলা-সহ 11 জনের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি আহতের সংখ্যা কমপক্ষে 11 ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। চিকিৎসকদের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ইতিমধ্যেই ৷ উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
গ্যাস লিক হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। কীভাবে গ্যাস লিক হয়েছে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে লুধিয়ানার গিয়াসপুরা এলাকার একটি কারখানা থেকে আচমকাই বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। সেই গ্যাস পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়তেই শ্বাসকষ্ট শুরু হয় স্থানীয়দের। অনেকেই অসুস্থ হয়ে পড়েন ৷ মৃত 11 জনের মধ্যে আপাতত দুই শিশু রয়েছে বলে এখনও পর্যন্ত খবর। দুর্ঘটনার পর এলাকাটি সিল করে দেওয়া হয়েছে ৷ ঘটনাস্থলে রয়েছে লুধিয়ানা পুলিশ ৷ পুলিশকর্মীরা মুখে রুমাল বেঁধে সেখানে কাজ করছেন।