নৈনিতাল, 17 নভেম্বর:জিপ খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা নৈনিতালে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 8টা নাগাদ এই ঘটনাটি ঘটে। তাতে 6 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও 5 জন ৷ জিপটিতে 11 জন যাত্রী ছিলেন ৷ গ্রামবাসীরা তড়িঘড়ি উদ্ধারের কাজে হাত লাগায় ৷ জখমদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এক জওয়ানের মাধ্যমে এই দুর্ঘটনার খবর প্রশাসনের কাছে পৌঁছয় ৷ এখন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷
জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি যাত্রী বোঝাই জিপ হলদোয়ানি যাচ্ছিল ৷ ছিড়াখান-রিঠা সাহিব মোটর মার্গ দিয়ে যাওয়ার সময় জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ এর ফলে জিপটি 500 মিটার গভীর খাদে গিয়ে পড়ে ৷ জিপটি খাদে পড়ার আওয়াজ এবং যাত্রীদের চিৎকার শুনে আশপাশের গ্রাম থেকে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন ৷
গ্রামের লোকজনই প্রথমে দ্রুত উদ্ধারের কাজ শুরু করে ৷ তাদের মধ্যেই কেউ প্রশাসনকেও খবর দিয়েছিল বলে মনে করা হচ্ছে ৷ প্রশাসনের কর্মী, আধিকারিকরা না-আসা পর্যন্ত তারাই ওই খাদ থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীরা আশঙ্কা করেছিল, 500 মিটার গভীর খাদে পড়ে যাওয়ায় জিপের যাত্রীদের মৃত্যু হতে পারে ৷ আর তা সত্যি হয় এবং জিপের 6 জন যাত্রীর মৃত্যু হয়েছে ৷
এর আগে 15 নভেম্বর জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ তাতে কমপক্ষে 36 জনের মৃত্যু হয়েছে ৷ বাসটিতে 55 জন যাত্রী ছিলেন ৷ বাসটি কিস্তওয়ার থেকে জম্মুর দিকে যাচ্ছিল ৷ এদিকে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে টানেলে ধস নেমে আটকে রয়েছেন প্রায় 40 জন শ্রমিক ৷ রবিবার ভোরে এই দুর্ঘটনা হয় ৷ 120 ঘণ্টারও বেশি সময় তাঁরা ওই টানেলে আটকে রয়েছেন ৷ তাঁদের বের করার চেষ্টা চলছে ৷
আরও পড়ুন:
- উপত্যকায় খাদে বাস পড়ে মৃত অন্তত 36! আর্থিক সাহায্যের ঘোষণা মোদির
- মুজফফরনগরে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, মৃত্যু 6 বন্ধুর
- কাঁথিতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 4, আহত 2