ধানবাদ, 9 জুন: কয়লা খনিতে অবৈধভাবে উত্তোলনের সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের । শুক্রবার সকাল 10 টা 30 মিনিট নাগাদ ভাউরা কোলিয়ারি এলাকায় একটি খনিতে খনন কাজ চলছিল ৷ সেই সময়েই ধস নামে একটি খনিতে ৷ দুর্ঘটনায় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে 3 জনের ৷ আহত হয়েছে 2 জন শ্রমিক ৷ আরও অনেকে মাটির নীচে চাপা পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷
জানা গিয়েছে, ধানবাদ শহর থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত এলাকাটি ৷ ঘটনাস্থলে প্রশাসন, বিসিসিএল ও স্থানীয় লোকজনের ভিড় জমেছে। খনির ধ্বংসাবশেষে বহু মানুষ চাপা পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে । ঘটনা প্রসঙ্গেই ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি), অভিষেক কুমা (সিন্দ্রি) বলেন, "নিহতদের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না ৷ আহতদের সংখ্যা আরও বাড়তে পারে ৷ আরও অনেকে খনির নীচে আটকে থাকতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা ৷
এক প্রত্যক্ষদর্শী বিনোদের কথায়, দুর্ঘটনার পরেই স্থানীয়রা এগিয়ে আসেন উদ্ধারকার্যের জন্য ৷ তড়িঘড়ি 3 শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ আরও এক প্রত্যক্ষদর্শী, সুবোধ কুমার ঘটনা প্রসঙ্গেই জানান, তাঁরা আগেই ডিজিএমএসকে জানিয়ে ছিলেন এই এলাকায় অবৈধ কয়লা খাদানের কাজ চলছে ৷ যেকোনও সময়ে ঘটে যেতে পারে দুর্ঘটনা ৷ তাই অবিলম্বে এই খনন বন্ধ করা দরকার ৷ যদিও তখনও ডিজিএমএসের পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি ৷ তাই এদিনের দুর্ঘনার জন্য ডিজিএমএস-কেই দায়ী করছেন এলাকাবাসী ৷
আরও পড়ুন:সীমান্তে শান্তির পরিবেশ ছাড়া চিনের সঙ্গে সুসম্পর্ক সম্ভব নয়, জানালেন জয়শঙ্কর
এখনও পর্যন্ত উদ্ধার কার্য চলছে বলেই জানিয়েছেন ভাউরা পুলিশ স্টেশনের ইন্সস্পক্টর বিনোদ ওরাং ৷ উদ্ধার কার্য শেষ না হওয়া পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে সেই প্রসঙ্গে নিশ্চিত তথ্য দেওয়া যাবে না ৷