নৈনিতাল, 8 জুলাই: জলের তোড়ে ভেসে গেল গাড়ি । মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে উত্তরাখণ্ডে প্রাণ হারালেন 9 জন পর্যটক ৷ একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রামনগরে ৷ পুলিশ জানিয়েছে, সেখানে যাত্রীসমেত একটি গাড়ি ঢেলা নদীতে ভেসে যায় (Several died as car plunges into canal in Nainital mishap) ৷
চারটি মৃতদেহের হদিশ পাওয়া গেলেও পাঁচটি দেহ এখনও গাড়ির মধ্যেই আটকে রয়েছে ৷ প্রবল বৃষ্টিতে নদীতে জলস্তর বেড়ে যাওয়াতেই এই বিপত্তি ৷ এখনও উদ্ধারকার্য চলছে ৷ কুমায়ুন রেঞ্জের ডিআইজি নীলেশ আনন্দ ভারন একটি সংবাদসংস্থাকে বলেন, "ন'জন মারা গিয়েছেন ৷ একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে ৷ 5টি দেহ এখনও গাড়িতে আটকে রয়েছে ৷ আজ সকালে গাড়িটি রামনগরের ঢেলা নদীতে জলের স্রোতে ভেসে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে ৷"